For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিঙ্ক টেস্ট:গোলাপি বলে ভারতীয় পেসারদের সামনে ১০৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, ম্যাচ চার দিন গড়াবে কি

গোলাপি বলে বাংলাদেশ টিঁকল মাত্র ৩০.৩ ওভার! ইডেন পিঙ্ক বলে দিন রাতের ঐতিহাসিক টেস্ট খেলতে নেমে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ১০৬ রানে অলআউট বাংলাদেশ।

  • |
Google Oneindia Bengali News

গোলাপি বলে বাংলাদেশ টিঁকল মাত্র ৩০.৩ ওভার! ইডেন পিঙ্ক বলে দিন রাতের ঐতিহাসিক টেস্ট খেলতে নেমে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ১০৬ রানে অলআউট বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করলেন শাদমান ইসলাম।

বঙ্গ ব্যাটসম্যানদের নার্ভ ফেল

বঙ্গ ব্যাটসম্যানদের নার্ভ ফেল

ম্যাচের শুরুটা ভালো করলেও ভারতীয় পেসারদের সামনে বঙ্গ ব্যাটসম্যানদের স্নায়ু ফেল করে। একসময় শতরানের গণ্ডি পার করতে পারবে কিনা, সেই নিয়ে চাপে ছিল মমিনউলরা। শেষ পর্যন্ত অবশ্য ১০৬ রানে পৌঁছয় তারা। বাংলাদেশের হয়ে চার ব্যাটসম্য়ান ০ রানে সাজঘরে ফেরেন। সব মিলিয়ে ৯ ব্যাটসম্যান দুই অঙ্কের গণ্ডি ছোড়ায় আগে সাজঘরে ফেরেন। ইডেনে ভারতের আগুনে বোলিংয়ের সামনে বাংলাদেশ দল কোনও প্রতিরোধ তৈরি করতে পারেনি।

ইডেন এখন পেসারদের স্বর্গ্যরাজ্য

ইডেন এখন পেসারদের স্বর্গ্যরাজ্য

ভারতের হয়ে এদিন ইশান্ত শর্মা ৫টি, উমেশ ৩টি ও মহম্মদ শামি ২টি উইকেট পেলেন। লাল বলের চেয়ে এদিন গোলাপি বলে সুইং অনেক বেশি দেখা গেল।
সেই সঙ্গে নৈশালোকে ম্যাচ শুরু হতে স্লিপে ক্যাচ নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়লেন রোহিত শর্মা। অন্যদিকে কিপার ঋদ্ধিমান সাহা কিন্তু এদিন উইকেটের পিছনে স্বমহিমায়। এদিনও উইকেটের পিছনে দুটি অনবদ্য ক্যাচ নিয়েছেন।

ম্যাচ চার দিন গড়াবে কিনা বড় সংশয়

ম্যাচ চার দিন গড়াবে কিনা বড় সংশয়

মাত্র ৩০.৩ ওভারে বাংলাদেশকে গুটিয়ে দেওয়ার পর, ঐতিহাসিক এই ম্যাচ চারদিন পর্যন্ত গড়াবে কিনা, সেই নিয়ে সমর্থক ও ক্রিকেট কর্তাদের মধ্যে সংশয় বাড়ল বড়া চলে। ম্যাচে চতুর্থ দিনেরও সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সেখানে এই ম্যাচ চারদিন পর্যন্ত যাবে কিনা,বড় সংশয়!

English summary
Pink ball eden test: ban all out for 106 runs, will match stay for 4 days?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X