For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনে পিঙ্ক বল টেস্ট: ঐতিহাসিক টেস্টে আজ ভারত-বাংলাদেশের হয়ে কারা খেলছেন দেখে নিন

ইডেনে পিঙ্ক বল টেস্ট: ঐতিহাসিক টেস্টে আজ ভারত-বাংলাদেশের হয়ে কারা খেলছেন দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

ইডেনে এদিন গোলাপি বলের ঐতিহাসিক টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের দিকে তাকিয়ে তামাম ক্রিকেটমহল। ক্রিকেটের নন্দনকাননে দুপুর ১টায় দিনের প্রথম বল গড়ালো।

অন্যদিকে পিঙ্ক বল টেস্টকে ঘিরে ইডেনে এদিন চাঁদের হাট। মাঠে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ক্রিকেটারদের মধ্যে কিংবদন্তি সুনীল গাভাসকর থেকে সচিন তেন্ডুলকর ইডেন টেস্ট দেখতে এসেছেন। টসের পর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারত অধিনায়ক বিরাট কোহলি নিজে এদিন মমতা ও হাসিনার সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটারদের পরিচয় করিয়ে দেন। এরপর মমতা-হাসিনাকে নিয়ে ফেটোশেসন করে দল।

ইডেনে পিঙ্ক বল টেস্ট: ঐতিহাসিক টেস্টে আজ ভারত-বাংলাদেশের হয়ে কারা খেলছেন দেখে নিন

একনজরে ভারতের প্রথম দিন রাতের টেস্টের ভারতীয় দল কী দেখে নিন

এদিন ইন্দোর টেস্টের দল ধরে রেখেই মাঠে নামল ভারত

১) রোহিত শর্মা
২)মায়াঙ্ক আগারওয়াল
৩) চেতেশ্বর পূজারা
৪)বিরাট কোহলি (অধিনায়ক)
৫) অজিঙ্ক রাহানে ( সহঅধিনায়ক)
৬) রবীন্দ্র জাদেজা
৭) ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার)
৮) উমেশ যাদব
৯) রবিচন্দ্রন অশ্বিন
১০) মহম্মদ শামি
১১) ইশান্ত শর্মা

বাংলাদেশ দল
বাংলাদেশ দলে এদিন দুটি পরিবর্তন রয়েছে, তাইজুলের পরিবর্তে দলে এলেন আল আমিন, অন্য়দিক মেহেদি হাসানের পরির্তে দলে এলেন নইম হাসান

১) সাদমান ইসলাম
২) ইমরুল কায়েস
৩) মমিনউল হক (অধিনায়ক)
৪) মহম্মদ মিথুন
৫) মুশফিকুর রহিম
৬) মাহমুদুল্লাহ রিয়াদ
৭) লিটন দাস( উইকেটকিপার)
৮) নইম হাসান
৯) আবু জায়েদ
১০)আল-আমিন হোসেন
১১) এবাদাত হোসেন

English summary
Pink ball test: ban won the toss elected bat, playing xi for india and ban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X