For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টির চোখরাঙানি, ভারত-কিউয়ি লড়াই ভেস্তে গিয়ে রেকর্ড গড়ল ২০১৯ এর বিশ্বকাপ

কথায় বলে ইংল্যান্ডের আবহাওয়া মেয়েদের মনের মতো খামখেয়ালি, কখন কীভাবে বদলে যাবে কেউ বলতে পারে না! ইংল্যান্ডের মাটিতে আবহাওয়ার খামখেয়ালিতেই এবার বিশ্বকাপ টুর্নামেন্টের মান ধাক্কা খেতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

কথায় বলে ইংল্যান্ডের আবহাওয়া মেয়েদের মনের মতো খামখেয়ালি, কখন কীভাবে বদলে যাবে কেউ বলতে পারে না! ইংল্যান্ডের মাটিতে আবহাওয়ার খামখেয়ালিতেই এবার বিশ্বকাপ টুর্নামেন্টের মান ধাক্কা খেতে চলেছে।

বৃষ্টির চোখরাঙানি, ভারত-কিউয়ি লড়াই ভেস্তে গিয়ে রেকর্ড গড়ল ২০১৯ এর বিশ্বকাপ

ইংল্যান্ড বিশ্বকাপে বৃষ্টির চোখরাঙানি যেন চলছেই। বৃহস্পতিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচ ভেস্তে যাওয়ার পর উনিশের ইংল্যান্ড বিশ্বকাপে সব মিলিয়ে ভেস্তে যাওয়া ম্যাচের সংখ্যা দাঁড়াল চার।

চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি দুটি ম্যাচ ভেস্তে গিয়েছে ব্রিস্টলে। আর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে শ্রীলঙ্কা। রানির দেশে টুর্নামেন্ট খেলতে এসে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এছাড়া শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচও ভেস্তে গিয়েছে। সব মিলিয়ে শ্রীলঙ্কার দুটি ম্যাচ ভেস্তে গিয়েছে।

বৃহস্পতিবার ভেস্তে গেল ভারতের ম্যাচও। ফলে কিউয়িদের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হল কোহলিদের। এর আগে ওয়েস্ট-ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচও ভেস্তে গিয়েছে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে টুর্নামেন্টের টিভি ভিউয়ারশিপও ধাক্কা খাচ্ছে।

চলতি সপ্তাহের সোমবার থেকেই নটিংহ্যামে ভারী বৃষ্টি শুরু হয়েছিল। ম্যাচের দিন সকালেও ভারী বৃষ্টি হয়েছে।ভারতীয় সময় দুপুর ৩টে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ৭ টা পর্যন্ত অপেক্ষা করেও ম্যাচ শুরু করা যায়নি। পরে মাঠ ভেজা থাকায় আম্পায়াররা ম্যাচ বাতিল করতে বাধ্য হন।

একনজরে দেখে নেওয়া যাক, ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ম্যাচ ভেস্তে যাওযার রেকর্ড

১৯৭৫ বিশ্বকাপ- একটিও ম্যাচ বাতিল হয়নি
১৯৭৯ বিশ্বকাপ- বাতিল হওয়া ম্যাচের সংখ্যা ১
১৯৮৩ বিশ্বকাপ- একটিও ম্যাচ বাতিল হয়নি
১৯৮৭ বিশ্বকাপ- একটিও ম্যাচ বাতিল হয়নি
১৯৯২ বিশ্বকাপ- বাতিল হওয়া ম্যাচের সংখ্যা ২টি
১৯৯৬ বিশ্বকাপ- একটিও ম্যাচ বাতিল হয়নি
১৯৯৯ বিশ্বকাপ- ১ট ম্যাচ বাতিল হয়েছিল
২০০৩ বিশ্বকাপ- ২টি ম্যাচ বাতিল হয়েছিল
২০০৭ বিশ্বকাপ-একটিও ম্যাচ বাতিল হয়নি
২০১১বিশ্বকাপ- একটিও ম্যাচ বাতিল হয়নি
২০১৫ বিশ্বকাপ- একটি ম্যাচ বাতিল হয়েছিল
২০১৯ বিশ্বকাপ-টুর্নামেন্টের প্রথম ১৫ দিনেই রেকর্ড সংখ্যাক চারটি ম্যাচ বাতিল হয়েছে

English summary
Rain effected world cup, after Ind vs Nz match canceled no count continues to 4
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X