For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল, কাল ফের হবে খেলা

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল, কাল ফের হবে খেলা

  • |
Google Oneindia Bengali News

যা আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই হল। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে বৃষ্টিতে দিনের মতো ভেস্তে গেল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল ম্যাচ। আইসিসি-র রুল বুক অনুযায়ী, মঙ্গলবার যেখানে থেমেছে খেলা, বুধবার ঠিক সেখান থেকেই শুরু হবে ম্যাচ।

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল, কাল ফের হবে খেলা

মঙ্গলবার ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে যখন বৃষ্টি নামল, তখন নিউজিল্যান্ডের ইনিংসের ৪৭তম ওভারের প্রথম বল করে ফেলেছেন ভারতের মিডিয়াম ফাস্ট ভুবনেশ্বর কুমার। দুই আম্পায়ার নিজেদের মধ্যে কথা বলে মাঠে কভার্স ডেকে আনেন। এরপর আর থামার নামই করেনি বৃষ্টি। শেষে দুই দলের সঙ্গে আলোচনা করে বুধবারের জন্য ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

মঙ্গলবার মেঘাচ্ছন্ন ওল্ড ট্রাফোর্ডের ওভার কাস্ট কন্ডিশনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। যদিও সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে কিউই-দের দিকেই ফিরে আসে। দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ফাস্ট বোলার জসপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমার। ইনিংসের প্রথম দুই ওভার মেডেন দেয় ভারত। চতুর্থ ওভারের তৃতীয় বলে ১ রানের স্কোরে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলকে (১) তুলে নেন বুমরা।

এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে জুটি বেঁধে কিউই টোটালে ৬৮ রান যোগ করেন দলের আরেক ওপেনার হেনরি নিকোলস। ৬৯ রানের মাথায় স্পিনার রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ওই বাঁ-হাতি (২৮)। নিকোলসের পরিবর্তে ক্রিজে আসেন অভিজ্ঞ রস টেলর। উইলিয়ামসনের সঙ্গে তাঁর পার্টনারশিপ স্লো বাট স্টেডি পদ্ধতিতে এগোতে থাকে। অর্ধ শতরান করেন কিউই অধিনায়ক। কিন্তু দলের ১৩৪ রানের মাথায় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলের বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ক্রিজ ছাড়েন কেন (৬৭)।

এরপর জেমস নিশহাম (১২), কলিন ডে গ্রান্ডহোমোর সঙ্গে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে নিউজিল্যান্ডের টোটাল ৪৬.১ ওভারে ২১১-তে পৌঁছে দেন টেলর। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে তিনি নিজে ৮৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। ৫ উইকেট হারিয়ে এখান থেকেই বুধবার খেলা শুরু করবেন কিউই-রা। ক্রিজে রস টেলরের সঙ্গে রয়েছেন উইকেটরক্ষক টম লাথাম।

English summary
Rain has stopped India-New Zealand semi final match today, match will resume tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X