For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ইংল্যান্ডেও ডানা মেলতে চায় রাজস্থান রয়্যালস, সহযোগী শেন ওয়ার্ন

আইপিএলের গণ্ডি পেরিয়ে এবার ইংল্যান্ডেও শাখা-প্রশাখা মেলতে চায় রাজস্থান রয়্যালস। এ ব্যাপারে আইপিএল ফ্র্যাঞ্চাইজির দিকে সহযোগিতার হাত বাড়ালেন শেন ওয়ার্ন।

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের গণ্ডি পেরিয়ে এবার ইংল্যান্ডেও শাখা-প্রশাখা মেলতে চায় রাজস্থান রয়্যালস। এ ব্যাপারে আইপিএল ফ্র্যাঞ্চাইজির দিকে সহযোগিতার হাত বাড়ালেন প্রাক্তন অজি স্পিন লেজেন্ড তথা রাজস্থান রয়্যালসের প্রাক্তন অধিনায়ক তথা কোচ তথা বর্তমান ব্র্যান্ড অ্যাম্বাসেডর শেন ওয়ার্ন।

ব্রিটেনে রাজস্থান রয়্যালস

ব্রিটেনে রাজস্থান রয়্যালস

ইতিমধ্যেই ইংল্যান্ডে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম ফ্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। চলতি বছরের মার্চে প্রথম আইপিএল দল হিসেবে ইংল্যান্ডের সারে-র রিডস স্কুলে ইউকে নির্ভর ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করেছে রাজস্থান রয়্যালস। সেই প্রচেষ্টাকে বড় আকারে ব্যবসায়ীক রূপ দিতে চাইছে আইপিএলের দল। পৌরহিত্যে ফ্যাঞ্চাইজির মালিক মনোজ বাদালে ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর শেন ওয়ার্ন। বুধবার এ ব্যাপারে এক নেটওয়ার্কিং প্যানেল ইভেন্টে অংশ নেন তাঁরা।

রাজস্থান রয়্যালসে ইংরেজ খেলোয়াড়

রাজস্থান রয়্যালসে ইংরেজ খেলোয়াড়

জোস বাটলার, বেন স্টোকস, জোফ্রা আর্চারের মতো ইংল্যান্ড ক্রিকেট দলের প্রথম সারির ক্রিকেটাররা রাজস্থান রয়্যালসেরও নিয়মিত বাইশ গজের সদস্য। ব্রিটেনের বাজারের সঙ্গে নিজেরের ব্যবসায়ীক বোঝাপড়া আরও শক্তপোক্ত করতে, এই ক্রিকেটারদের কীভাবে কাজে লাগানো যায়, তাও ভেবে দেখছে রাজস্থান রয়্যালস।

ব্যবসা ও ক্রিকেট

ব্যবসা ও ক্রিকেট

আজকের যুগে ক্রিকেট এবং ব্যবসা একে অপরের পরিপূরক বলেই মনে করেন শেন ওয়ার্ন। ইতিমধ্যেই ভারতের রয়্যালস ক্লোটস (ছেলে) ও রয়্যালস স্পার্কস (মেয়ে) তৈরি করে নতুন প্রতিভার অন্বেষণের কাজ চালাচ্ছে রাজস্থান। ব্রিটেনের সঙ্গে রাজস্থান রয়্যালেসর ব্যবসায়ীক বোঝাপড়া বাড়লে ক্রিকেটের উন্নতি হবে বলেই মনে করেন শেন ওয়ার্ন।

English summary
Rajasthan Royals is going to expand its presence in England with the help of Shane Warne
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X