For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্থ ডে বয় রোহিত শর্মা কেন 'সিক্স হিটিং মেশিন'? জেনে নিন পরিসংখ্যানে

বার্থ ডে বয় রোহিত শর্মা কেন 'সিক্স হিটিং মেশিন'? জেনে নিন পরিসংখ্যানে

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা যে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সীমিত ওভারের ব্যাটসম্যান, তা নিয়ে তর্কের অবকাশ নেই। একই সঙ্গে ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মতো পেশীশক্তি না থাকা সত্ত্বেও টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক তাবড় বোলারদের ডেলিভারি যেভাবে অনায়াসে মাঠের বাইরে পাঠান, তা দেখে বিস্মিত হতে হয়। হয়তো সে কারণেই রোহিতকে 'সিক্স হিটিং মেশিন' বলেন ক্রিকেট প্রেমীরা। দেখে নেওয়া যাক এ সংক্রান্ত পরিসংখ্যান।

রোহিত শর্মার কেরিয়ার

ভারতের হয়ে ৩২টি টেস্ট, ২২৪টি ওয়ান ডে ও ১০৭টি টি-টোয়েন্টি খেলা রোহিত শর্মা যথাক্রমে ২১৪১, ৯১১৫ ও ২৭১৩ রান করেছেন। মোট ৩৯টি আন্তর্জাতিক শতরানও রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৯ বিশ্বকাপে পাঁচটি শতরান করে নয়া রেকর্ড কায়েম করেন হিটম্যান। ভারতীয় দলের হয়ে অভিষেক টেস্টেই শতরান করা রোহিতই বিশ্বের একমাত্র ক্রিকেটার, যাঁর ঝুলিতে তিনটি ওয়ান ডে দ্বিশতরান রয়েছে।

সর্বাধিক ছক্কা

সর্বাধিক ছক্কা

ক্রিকেটের তিন ফর্ম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকানো ক্রিকেটারদের বিশ্ব তালিকায় জায়গা পেয়েছেন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে এসেছে ৪২৩টি (টেস্টে ৫২, ওয়ান ডে-তে ২৪৪ ও টি-টোয়েন্টি-তে ১২৭টি) ছক্কা। ভারতীয়দের মধ্যে তিনিই সেরা। এই তালিকায় ভারতীয়দের মধ্যে রয়েছেন আরও একজন। তিনি মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের তিন ফর্ম্যাটে ৩৫৯টি (টেস্টে ৭৮, ওয়ান ডে-তে ২২৯ ও টি-টোয়েন্টি-তে ৫২) ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক।

তালিকার শীর্ষে কে

তালিকার শীর্ষে কে

ওয়েস্ট ইন্ডিজের লেজেন্ড ক্রিস গেইল রয়েছেন এই তালিকার শীর্ষ স্থানে। ক্রিকেটের তিন ফর্ম্যাটে ৫৩৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের লেজেন্ড শাহিদ আফ্রিদির আন্তর্জাতিক ছক্কার সংখ্যা ৪৭৬।

বিশ্বসেরা রোহিত

বিশ্বসেরা রোহিত

২০১৯ সালে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে তাদেরই মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজেই টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথমবার টেস্টে ওপেন করেন হিটম্যান। ওই সিরিজে ২০টি ছক্কা হাঁকান রোহিত। যা বিশ্বরেকর্ড। গত তিন বছরে ক্রিকেটের সব ফর্ম্যাটে ভারতীয় দলের জার্সিতে রোহিত ২১৭টি ছক্কা হাঁকিয়েছেন বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

বার্থ ডে বয় রোহিত শর্মার কিছু অজানা রেকর্ডের দিকে চোখ ফেরানো যাকবার্থ ডে বয় রোহিত শর্মার কিছু অজানা রেকর্ডের দিকে চোখ ফেরানো যাক

English summary
Reason Why birthday boy Rohit Sharma is a six-hitting machine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X