For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেস্তোরাঁয় বিনামূল্যে খাবার খেতে চান, ধোনির ডাই-হার্ড ফ্যান বনে যান

রেস্তোরাঁয় বিনামূল্যে খাবার খেতে চান, ধোনির ডাই-হার্ড ফ্যান বনে যান

  • |
Google Oneindia Bengali News

রেস্তোরাঁয় বিনামূল্যে খাবার খেতে চান, তবে মহেন্দ্র সিং ধোনির ডাই-হার্ড ফ্যান হয়ে যান।

রেস্তোরাঁয় বিনামূল্যে খাবার খেতে চান, ধোনির ডাই-হার্ড ফ্যান বনে যান

মোটেই গালগল্প নয়। খোদ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে ভারতের প্রাক্তন অধিনায়কের নামে রেস্তোরাঁ তৈরি করেছেন তাঁর ফ্যান। যেখানে ডাই-হার্ড মাহি ভক্তদের জন্য বিনামূল্যে যাচাই খাবার পরিবেশন করা হয়।

কে এই ভক্ত?
বছর বত্রিশের এই মহেন্দ্র সিং ধোনি ভক্তের নাম শম্ভু বোস। আলিপুরদুয়ারের পুরনো বাসিন্দা।

রেস্তোরাঁয় বিনামূল্যে খাবার খেতে চান, ধোনির ডাই-হার্ড ফ্যান বনে যান

হোটেলের নাম, বয়স, খাবারের ধরন
সম্পূর্ণ বাঙালি খাবারের রেস্তোরাঁ 'এমএস ধোনি হোটেল' আলিপুরদুয়ারে বেশ জনপ্রিয় একটি নাম। সামনের দুর্গাপুজোয় এই হোটেলের ২ বছর বয়স হবে।

রেস্তোরাঁয় বিনামূল্যে খাবার খেতে চান, ধোনির ডাই-হার্ড ফ্যান বনে যান

ধোনি ভক্ত কিনা প্রমাণ?
তা বলে যে কেউ গিয়ে নিজেকে ধোনি ভক্ত বললেই কাজ হাসিল হবে না। দিতে হবে অগ্নিপরীক্ষা। কাস্টমারকে এমএস সম্পর্কে কয়েকটি কঠিন প্রশ্ন করেন শম্ভু। উত্তর দিতে পারলেই কেল্লা ফতে। যদিও এখনও সেই পরীক্ষায় কেউ ফেল করেননি বলেই জানিয়েছেন ধোনির অন্ধ ভক্ত।

রেস্তোরাঁয় বিনামূল্যে খাবার খেতে চান, ধোনির ডাই-হার্ড ফ্যান বনে যান

কবে থেকে ধোনি ভক্ত
যবে থেকে মহেন্দ্র সিং ধোনি খেলা শুরু করেন, তবে থেকেই তিনি তাঁর ভক্ত বলে দাবি করেছেন শম্ভু বোস। তাঁর কথায়, ধোনির মতো কেউ নন। ৫০ ওভার ও টি-টোয়োন্টি বিশ্বকাপ দেওয়া মাহি-ই বিশ্বের সেরা অধিনায়ক বলে দাবি করেছেন শম্ভু।

রেস্তোরাঁয় বিনামূল্যে খাবার খেতে চান, ধোনির ডাই-হার্ড ফ্যান বনে যান

২০১৯ বিশ্বকাপ
এই বিশ্বকাপেও এমএস তাঁর দ্যুতি ছড়াবেন এবং ভারত ভাল ফল করবে বলেই মনে করেন শম্ভু বোস।

English summary
Resturant of Alipurduar offers free food if die-hard dhoni fan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X