For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনিকেও ছাপিয়ে যাবেন 'আরেক গিলক্রিস্ট'! পন্থ প্রসঙ্গে মুখ খুললেন পন্টিং, কী বললেন তাঁর 'কিপার'

রিকি পন্টিং তরুণ ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থের প্রশংসা করে তাকে অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে তুলনা করলেন। 

  • |
Google Oneindia Bengali News

সিডনিতে চলতি অস্ট্রেলিয়া বনাম ভারত টেস্টের দ্বিতীয় দিনের নায়ক নিঃসন্দেহে ঋষভ পন্থ। ১৫৯ রানের দুর্দান্ত অপরাজিত সেই ইনিংসের জন্য শনিবার (৫ জানুয়ারি) সিডনির অনার্স বোর্ডে নামও উঠেছে তাঁর। এবার তাঁর তুলনা করা হল কিংবদন্তি অজি উইকেটরক্ষক ব্য়াটসম্য়ান অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে। করলেন গিলক্রিস্টের অধিনায়ক রিকি পন্টিং।

আইপিএলএ দিল্লি ক্যাপিটালস (আগের ডেয়ারডেভিলস) দলের কোচ হিসেবে ঋষভকে কাছ থেকে দেখেছেন পন্টিং। তিনি জানিয়েছেন ঋষভ এক দারুণ প্রতিভা। বল মারার অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে। পাশাপাশি এসসিজির ইনিংস দেখার পর পন্টিং-এর মতে পন্থের 'গেম-সেন্স'-ও খুব ভাল। পন্থকে নিয়ে উত্তেজিত স্বয়ং গিলক্রিস্টও। তরুণ ভারতীয় উইকেটরক্ষক প্রসঙ্গে কী বললেন তাঁরা, দেখে নেওয়া যাক।

'আরেক গিলক্রিস্ট'

'আরেক গিলক্রিস্ট'

পন্টিং জানিয়েছেন ধারাভাষ্যকারদের বক্সে পন্থ আপাতত নিয়মিত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্য়ে পন্থকে নিয়ে অনেক কথা হয়। তাঁর আগ্রাসী ব্য়াটিং-এর তুলনা করা হয় গিলক্রিস্টের সঙ্গে। পন্টিং অবশ্য সরাসরি পন্থকে 'আরেক গিলক্রিস্ট' বলে দিয়েছেন।

গিলক্রিস্ট ও পন্থ

গিলক্রিস্ট ও পন্থ

উইকেটরক্ষকও যে স্পেশালিস্ট ব্য়াটসম্য়ান হতে পারেন তা সারা বিশ্বকে প্রথম দেখিয়ে ছিলেন অ্যাডাম গিলক্রিস্টই। ব্যাগি গ্রিন টুপিতে তিনি ৯৬টি টেস্ট খেলে ৪৭.৬০ গড়ে ৫৫৭০ রান করেছিলেন। আর একদিনের ম্যাচে ২৮৭ ম্যাচে ৩৫.৮৯ গড়ে তাঁর মোট রান ৯৬১৯। কাজেই এখনই তাঁর সঙ্গে পন্থের তুলনাটা বাড়াবাড়ি মনে হলেও মাত্র ৯টি টেস্ট খেলেই পন্থ যতগুলি রেকর্ড ভেঙে ফেলেছেন, তাতে তাঁর মধ্যে গিলক্রিস্ট হয়ে ওঠার প্রতিশ্রুতি অবশ্যই রয়েছে।

ধোনিকে ছাপিয়ে যাবেন

ধোনিকে ছাপিয়ে যাবেন

তবে শুধু গিলক্রিস্ট নয়, পন্থ নিয়ে বলতে গিয়ে পন্টিং টেনে এনেছেন আরেক কিংবদন্তি উইকেটরক্ষক ব্য়াটসম্য়ান মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গও। তাঁর মতে টেস্টে শতরানের সংখ্যায় নিশ্চিতভাবেই ধোনিকে ছাপিয়ে যাবেন পন্থ। ৯টি টেস্ট খেলেই ২টি শতরান করেছেন ঋষভ। আর দুটি ৯০ রানের ইনিংস আছে। আর ধোনির মোট টেস্ট শতরানের সংখ্যা ৬। তাছাড়া পন্থের বয়স মাত্র ২১, কাজেই সামনে দীর্ঘ টেস্ট কেরিয়ার পড়ে আছে তাঁর।

গিলক্রিস্ট কী বলছেন

গিলক্রিস্ট কী বলছেন

গিলক্রিস্ট নিজেও পন্থের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর খেলা দেখার জন্য তিনি পয়সা খরচা করতে রাজি আছেন বলে জানিয়েছেন। তাঁর মতে, ঋষভ শুক্রবার দেখিয়ে দিয়েছেন, তিনি ইনিংস গড়তে পারেন। শুরুতে সেট হয়ে নিয়ে তারপর নিজের স্বাভাবিক আগ্রাসী খেলাকে বের করে আনতে পারেন। সফল টেস্ট ক্রিকেটার হওয়ার ভিত তিনি গড়ে ফেলেছেন বলেই জানিয়েছেন প্রাক্তন এই অজি উইকেটরক্ষক।

পন্থের দুর্বলতা

পন্থের দুর্বলতা

পন্টিং ও গিলক্রিস্ট দুজনের মতেই উইকেটরক্ষকের দস্তানা হাতে এখনও পন্থের বেশ কিছু দুর্বলতা রয়েছে। শুক্রবারও শামির বলে খোয়াজার ক্যাচ ফসকেছেন তিনি। তবে দুই প্রাক্তন মহান অস্ট্রেলিয় ক্রিকেটারের মতেই উইকেটের সামনের পন্থ যেভাবে বেড়ে উঠছেন, ভুল থেকে শিক্ষা নিচ্ছেন, তেমনটা উইকেটের পিছনে করতে পারলেই ধীরে ধীরে তিনি সামনে পিছনে দুই জায়গাতেই নির্ভরযোগ্য হয়ে উঠবেন।

English summary
Ricky Ponting praised young Indian wicketkeeper Rishabh Pant and campared him with Adam Gilchrist. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X