For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ ছক্কায় ধোনিকে ছুঁলেন 'হিটম্যান'! সেরা ছয় হাঁকানো ভারতীয় ব্য়াটসম্যান কারা - দেখে নিন তালিকা

নিউজিল্যান্ড বনাম ভারত তৃতীয় ওডিআই ম্যাচে ভারতের হয়ে একদিনের ক্রিকেটে এমএস ধোনির সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ছুঁলেন রোহিত শর্মা। দেখে নিন ওডিআই-তে সবচেয়ে বেশি ছয় মারা ৫ ভারতীয় ব্যাটম্যানের তালিকা।

  • |
Google Oneindia Bengali News

সীমিত ওভারের ক্রিকেটে দির্দান্ত ফর্মে রয়েছেন ভারতের সহঅধিনায়ক তথা ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা। প্রায়শই তাঁর জন্য ভারতের ইনিংসের সোমবার শুরুটা দারুণ মজবুত হয়। ইদানিং তিনি ব্যাট করতে নামলেই কোনও না কোনও রেকর্ড হযে যাচ্ছে। সোমবার (২৮ জানুয়ারি) নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচেও তার ব্যতিক্রম হল না।

ঠিক যতটা বিধ্বংসী ফর্মে সাধারণত দেখা যায় 'হিটম্যান'-কে তাঁর সোমবারের ইনিংসটি কিন্তু সেইরকম ছিল না। শুরুতে শিখর যখন ভয়ঙ্কর হয়ে উঠছিলেন, তখন তিনি সানন্দে ব্যাকসিট নিয়েছিলেন। তারপর আবার কোহলির সঙ্গে অনেক সংযতভাবে খেলে শতরানের জুটি গড়েন। ৭৭ বলে ৬২ রানের ইনিংটি এদিন রোহিত সাজান ৩টি চার মারেন ও ২টি ছয়ে। আর এই দুই ছক্কাতেই তিনি ভারতের জার্সিতে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডে ধরে ফেললেন মহেন্দ্র সিং ধোনিকে।

এই সুযোগে ভারতের হয়ে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো প্রথম ৫ ব্য়াটসম্য়ানদের দেখে নেওয়া যাক।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

এখনও পর্যন্ত ভারতের জার্সি গায়ে মোট ২৮৫ ইনিংসে ২১৫টি ছয় মেরেছেন ধোনি। তবে একদিনের ত্রিকেটে তাঁর মারা মোট ছয়ের সংখ্যা ২২২। ৭টি ছয় তিনি মেরেছেন এশিয়া একাদশের হয়ে।

রোহিত শর্মা

রোহিত শর্মা

এদিন মাত্র ১৯৩ ইনিংসেই ধোনির ২১৫ ছয়ের রেকর্ড ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা। যে হারে তিনি ছয় মারেন, তাতে আগামী দিনে অবশ্যই একক ভাবে ভারতের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ছয় মারার রেকর্ডের মালিক হবেন।

সচিন তেন্ডুলকার

সচিন তেন্ডুলকার

সর্বোচ্চ ছয় মারার তালিকায় তিন নম্বরে আছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকার। মোট ৪৫২ ইনিংসে তিনি ১৯৫ টি ছয় মেরেছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়

ধোনির হেলিকপ্টার শট আসার আগে ভারতের ক্রিকেটে বিখ্যাত ছিল প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্পিনার-দের বিরুদ্ধে এগিয়ে এসে মারা 'বাপি বাড়ি যা' শট। মোট ৩০০ ওডিআই ইনিংসে তাঁর ছয়ের সংখ্যা ১৯০।

যুবরাজ সিং

যুবরাজ সিং

হাতে গোনা কয়েকজন ক্রিকেটারের যে কোনও রকমের ক্রিকেটে ৬ বলে ৬টি ছয় মারার কৃতিত্ব আছে। আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় এই কাণ্ড করে দেখিয়েছিলেন যুবরাজ সিং। এই বাঁহাতির ভারতের জার্সিতে ওডিআই ছয়ের সংখ্যা ২৭৮ ইনিংসে ১৫৫।

English summary
Rohit Sharma has equaled Dhoni's record of most sixes in ODIs for India in New Zealand vs India 3rd ODI. Here is the list of 5 Indian batsmen with most sixes in ODIs. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X