For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমএস ধোনির ভবিষ্যত নিয়ে রোহিত শর্মার মজার পরামর্শ, হরভজন সিং-র 'না'

এমএস ধোনির ভবিষ্যত নিয়ে রোহিত শর্মার মজার পরামর্শ, সরব হরভজন সিং

  • |
Google Oneindia Bengali News

প্রায় ৯ মাস ক্রিকেটের বাইরে থাকা মহেন্দ্র সিং ধোনি ক আর ভারতীয় দলের জার্সি গায়ে দিতে পারবেন? এই প্রশ্নই এখন ক্রিকেট মহলে সবচেয়ে বেশি আলোচিত। করোনা ভাইরাসের জেরে আইপিএল বাতিল না হলে ওই টুর্নামেন্টে যে ধোনিকে নিজের সেরাটা দিতেই হবে, তা নিশ্চিত। তা সত্ত্বেও প্রশ্ন একটা থেকেই যাচ্ছে। তারই উত্তর দিলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা ও দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিং।

এমএস ধোনির শেষ ম্যাচ

এমএস ধোনির শেষ ম্যাচ

২০১৯-র জুলাই-তে ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দলের জার্সিতে শেষ ক্রিকেট ম্যাচ খেলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর বাইশ গজ থেকে কার্যত সন্ন্যাসই নিয়ে নেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক। আইপিএলে প্রত্যাবর্তন ঘটার কথা ছিল এমএসডি-র। সেই মতো তিনি প্রস্তুতিও শুরু করেছিলেন। কিন্তু করোনা ভাইরাসের জেরে টুর্নামেন্টে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ায় ধোনির কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

কী বললেন রোহিত

কী বললেন রোহিত

দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিং-র সঙ্গে কথোকথনে এমএস ধোনি প্রসঙ্গে মজাদার কথা বলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কথায়, এমএস ধোনি এখন ক্রিকেট খেলছেন না। তিনি ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন। মাহি কার্যত মাটির তলায় চলে গিয়েছেন বলেও মসকরা করেন হিটম্যান।

কীভাবে খোঁজ নেবেন ধোনির

কীভাবে খোঁজ নেবেন ধোনির

টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার কথায়, সবাই জানে মহেন্দ্র সিং ধোনির রাঁচিতে থাকেন। তাঁর সম্পর্কে কারও মনে কোনও প্রশ্ন থাকলে তিনি নিজে উদ্যোগ নিতে পারেন বলে জানিয়েছেন হিটম্যান। রোহিতের কথায়, করোনা ভাইরাসের জেরে লকডাউনে এই মুহূর্তে বাড়ি থেকে বেরোনো সম্ভব নয়। অচলাবস্থা কাটলে সরাসরি রাঁচিতে গিয়ে ধোনিকে তাঁর কেরিয়ার নিয়ে প্রশ্ন করা উচিত বলে মজার ছলে পরামর্শ দিয়েছেন রোহিত শর্মা।

ধোনি মনে হয় ফিরতে চান না

ধোনি মনে হয় ফিরতে চান না

টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার রসিকতায় উদ্বুদ্ধ হয়ে এমএস ধোনিকে নিয়ে মন্তব্য করার সুযোগ ছাড়েননি হরভজন সিংও। তিনি বলেন, এমএস মনে হয় আর ভারতীয় দলের জার্সি গায়ে চাপাতে চাইছেন না। তিনি কেবল আইপিএল খেলতে চান বলে মনে করেন ভাজ্জি।

English summary
Rohit Sharma and Harbhajan Singh speaks about the future of MS Dhoni's career
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X