For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থাই-তে চোট, রবিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারবেন কী ভারত অধিনায়ক?

থাই-তে চোট, রবিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারবেন কী ভারত অধিনায়ক

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বিরাট কোহলি। পরিবর্তে এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার কথা রোহিত শর্মার। কিন্তু সেখানেও রয়ে গেল খোঁচা। সূত্রের খবর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (ফিরোজ শাহ কোটলা) অনুশীলনের সময় নেটে ব্যাট করতে গিয়ে আঘাত পেয়েছেন রোহিত। যন্ত্রণায় কাতর হিটম্যানকে অনুশীলন ছেড়ে উঠে যেতেও দেখা যায় বলে খবর।

থাই-তে চোট, রবিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারবেন কী ভারত অধিনায়ক

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বুধবার রাতেই দিল্লি পৌঁছে যায় বাংলাদেশ ক্রিকেট দল। পরের দিন সকাল থেকে অনুশীলনে নামেন মহম্মদুল্লা রিয়াদরা। শুক্রবার রাজধানীতে পৌঁছেই অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন শুরু করে ভারতীয় ক্রিকেট দলও। ফিল্ডিং অনুশীলনের পর নেটে ব্যাট করতে ঢোকেন টিম ইন্ডিয়ার অন্তবর্তী সময়ের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং শুরু করার আগে তাঁকে বল ছুঁড়ছিলেন শ্রীলঙ্কার থ্রো-ডাউন বিশেষজ্ঞ নুয়ান সেনেভিরত্নে। তাঁকে বাংলাদেশের বাঁ-হাতি সিমার মুস্তাফিজুর রহমানকে মোকাবিলা করার উদ্দেশে ভারতের অনুশীলনে ডেকে আনা হয়েছে। নুয়ানের ছোঁড়া বল সরাসরি রোহিত শর্মার থাই-তে আঘাত করে বলে জানা গিয়েছে।

যন্ত্রণায় কাতর রোহিত সঙ্গে সঙ্গে গ্লাভস খুলে আঘাত লাগা জায়গা ঢলতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি অনুশীলন ছেড়ে উঠে যায় বলেও জানা গিয়েছে। এই অবস্থায় তিনি রবিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ ব্যাপারে রহস্য জারি রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিতের চিকিৎসা চলছে বলে দলের তরফে জানানো হয়েছে।

English summary
Rohit Sharma gets injured after a blow on thigh in net
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X