For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ওভারে জয়ের শ্রেয় কাকে দিলেন রোহিত শর্মা?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ওভারে জয়ের শ্রেয় কাকে দিলেন রোহিত শর্মা?

  • |
Google Oneindia Bengali News

হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ভারত। টিম সাউদির ওভারের শেষ দুই বলে ছক্কা হাঁকিয়ে টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতান রোহিত শর্মা। গোটা দেশ যখন তাঁর জয়ধ্বনি তুলতে ব্যস্ত, তখন হিটম্যানের গলায় শোনা গেল সৌজন্যের সুর। ভারতের এই দুর্দান্ত জয়ের কৃতিত্ব সতীর্থ তথা ফাস্ট বোলার মহম্মদ শামিকে দিয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ওভারে জয়ের শ্রেয় কাকে দিলেন রোহিত শর্মা?

হ্যামিলটনে দুই ইনিংস মিলিয়ে নির্ধারিত ৪০ ওভার শেষে ভারত ও নিউজিল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি টাই হয়ে যায়। ভারতের হয়ে ৪০ বলে ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রোহিত শর্মা। ৪৮ বলে ৯৫ রান করেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে ভারত।

জবাব ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১৭১ রান তুলে নেয় নিউজিল্যান্ড। কুড়িতম ওভার বল করতে যান মহম্মদ শামি। ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। এরপরেই তাঁকে সাজঘরে ফেরান শামি। ওভারের শেষ বলে অভিজ্ঞ রস টেলরকে বোল্ড করে ম্যাচ টাই করান বাংলার ফাস্ট বোলার।

সুপার ওভারের প্রথম ইনিংসে ১৭ রান দেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম চার বলে ৮ রান করে ভারত। শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকায়ে টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতান রোহিত শর্মা। তাঁকে ম্যাচের নায়ক বলা হলেও জয়ের কৃতিত্ব মহম্মদ শামিকে দিচ্ছেন হিটম্যান। বলেছেন, মহম্মদ শামি শেষ ওভারটা অত ভালো না করলে সুপার ওভারে ব্যাট করার সুযোগই পেতেন না তিনি।

English summary
Rohit Sharma gives credit to Mohammad Shami for victory against New Zealand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X