For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের মুখে শামির ভূয়শী প্রশংসা, ঋদ্ধিতেও মুগ্ধ হিটম্যান

ভাইজাক টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কার্যত একাই দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে দিয়েছেন ভারতের পেসার মহম্মদ শামি। তাঁর বোলিং-র প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

  • |
Google Oneindia Bengali News

ভাইজাক টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কার্যত একাই দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে দিয়েছেন ভারতের পেসার মহম্মদ শামি। তাঁর বোলিং-র প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ওপেনার রোহিত শর্মা। একই সঙ্গে ভারতের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার প্রশংসাও করেছেন হিটম্যান।

শামি সম্পর্কে রোহিত

শামি সম্পর্কে রোহিত

২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের হয়ে একসঙ্গে টেস্টে অভিষেক হয়েছিল রোহিত শর্মা ও মহম্মদ শামির। সেই ম্যাচে শামির রিভার্স সুইংয়ে মুগ্ধ হয়েছিল ক্রিকেট বিশ্ব। তার সূত্র টেনে রোহিত শর্মা বলেছেন যে যত দিন যাচ্ছে তত ভয়ঙ্কর হচ্ছেন মহম্মদ শামি। ভাইজাকের মতো ভাঙাচোরা পিচে চতুর্থ ও পঞ্চম দিনে শামি যে কতটা ভয়ঙ্কর, তা তিনি আরও একবার প্রমাণ করেছেন বলে দাবি হিটম্যানের। এই ধরনের পরিস্থিতে কীভাবে বল করা উচিত, তা শামি ভালোভাবেই জানেন বলেও মনে করেন রোহিত।

 রিভার্স সামলানো সহজ নয়

রিভার্স সামলানো সহজ নয়

ভাইজাক টেস্টের পঞ্চম দিনে পিচ যেভাবে ভেঙেছিল, তাতে বল রিভার্স হওয়াটা স্বাভাবিক। এ ধরনের পিচে সঠিক জায়গায় বল করে নিজের ও দেশের জন্য সাফল্য হাসিল করা বোলারদের জন্য সহজ হয় না বলেই মনে করেন রোহিত শর্মা। শামি সেই কাজটাই গুছিয়ে করেছেন বলে দাবি হিটম্যানের। তাঁর মতে, শামির বল কোন দিকে রিভার্স করবে, তা বুঝতে অসুবিধা হয় ব্যাটসম্যানদের। কারণ বাংলার পেসার রিভার্স বোলিং-কে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন বলেও বিশ্বাস করেন রোহিত শর্মা।

ঋদ্ধির প্রশংসায় রোহিত

ঋদ্ধির প্রশংসায় রোহিত

ভাইজাক টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা প্রোটিয়া ওপেনার এলগারের সহজ ক্যাচ ফস্কেছেন ভারতীয় উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। এরপরই প্রশ্ন উঠছে, তবে কী ঋষভ পন্থের পরিবর্তে এই ম্যাচে ঋদ্ধির নির্বাচন সঠিক হয়নি। তার উত্তরও সোজা ব্যাটে দিয়ে পরোক্ষে ঋদ্ধিমানের পাশেই দাঁড়িয়েছেন রোহিত শর্মা। তাঁর কথায়, ভাইজাকের মতো আন-ইভেন বাউন্সের পিচে দুর্দান্ত কিপিং করেছেন বাংলার উইকেটরক্ষক। বল অনিয়ন্ত্রিত ভাবে ওঠানামা করলে কিপারদের পক্ষে বল গ্রিপিং করা মুশকিল হয়ে যায় বলে মনে করেন রোহিত। তাছাড়া ভাইজাক টেস্টে বেশ কয়েকটি ডিআরএস ভারত ঋদ্ধির সৌজন্য়েই জিতেছে বলেও স্বীকার করেছেন রোহিত শর্মা।

ঋদ্ধি বনাম ঋষভ

ঋদ্ধি বনাম ঋষভ

ঋদ্ধিমান সাহা ও ঋষভ পন্থের মধ্যে প্রতিযোগিতায় বিশ্বাসী নন রোহিত শর্মা। উল্টে ভারতের দুই প্রজন্মের উইকেটরক্ষকের মধ্যে সম্পর্ক বেশ ভালো বলেই জানিয়েছেন হিটম্যান। ভাইজাক টেস্টে ঋদ্ধি যেভাবে কিপিং করেছেন, তা তরণ ঋষভ পন্থের কাছে দৃষ্টান্ত বলে মনে করেন রোহিত শর্মা।

English summary
Rohit Sharma praises Mohammad Shami and Wriddhiman Saha's effort
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X