For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাইজাক টেস্টের দুই ইনিংসে শতরান, জীবনের সেরা র‌্যাঙ্কিং-এ রোহিত শর্মা

ভাইজাক টেস্টের দুই ইনিংসে শতরান, জীবনের সেরা র‌্যাঙ্কিং-এ রোহিত শর্মা

  • |
Google Oneindia Bengali News

প্রথমবার ওপেনার হিসেবে ব্যাট করতে নেমেই ভাইজাক টেস্টের দুই ইনিংসে শতরান হাঁকিয়ে রেকর্ড গড়েছেন ভারতের রোহিত শর্মা। এর প্রভাব যে তাঁর র‌্যাঙ্কিং-এ পড়বে, তা অবধারিত ছিল। তা বলে ভাইজাকে রোহিতের পারফরম্যান্স যে টেস্টে তাঁকে সেরা র‌্যাঙ্কিং-এ নিয়ে গিয়ে দাঁড় করাবে, তা হয়তো অনেকেই আঁচ করতে পারেননি।

রোহিতের র‌্যাঙ্ক

রোহিতের র‌্যাঙ্ক

ভাইজাক টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৭৬ ও ১২৭ রান করেন রোহিত শর্মা। তার দৌলতে আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রম তালিকার ১৭তম স্থানে উঠে এসেছেন হিটম্যান।

মায়াঙ্কের লাফ

মায়াঙ্কের লাফ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাইজাক টেস্টের প্রথম ইনিংসে দ্বিশতরান করেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। তার দৌলতে আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রম তালিকায় ৩৮ ধাপ উঠেছেন কর্নাটকী। বর্তমানে ২৫ নম্বর স্থানে অবস্থান করছেন মায়াঙ্ক।

বিরাটের পতন

বিরাটের পতন

টেস্ট ক্রম তালিকায় দুই নম্বর স্থান টিকিয়ে রাখতে পারলেও, পয়েন্ট কমেছে ভারত অধিনায়ক বিরাট কোহলির। তা ৯০০ থেকে ৮৯৯-তে গিয়ে দাঁড়িয়েছে। তালিকার এক নম্বরে থাকা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের সঙ্গে এখন বিরাট কোহলির পয়েন্টের পার্থক্য ৩৮।

প্রথম দশে অশ্বিন

প্রথম দশে অশ্বিন

ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে আট উইকেট নেওয়া স্পিনার রবীচন্দ্রন অশ্বিন আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রম তালিকার প্রথম দশে আরও একবার ঢুকে পড়েছেন। ৭১০ পয়েন্ট নিয়ে ১৮ থেকে ১৬তম স্থানে উঠে এসেছেন ভারতীয় পেসার মহম্মদ শামি। টেস্ট অল রাউন্ডারদের তালিকার দুই নম্বরে উঠে এসেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

English summary
Rohit Sharma reaches to 17th spot in ICC test batsman ranking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X