For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দলে রোহিত শর্মার প্রথম ক্রাশ কে, জানালেন হিটম্যান

ভারতীয় দলে রোহিত শর্মার প্রথম ক্রাস কে, জানালেন হিটম্যান

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় দলে রোহিত শর্মার প্রথম ক্রাস ছিলেন যুবরাজ সিং। করোনা লকডাউনে অন্য ক্রিকেটারদের মতো রোহিত শর্মাও গৃহবন্দি রয়েছেন। এই গৃহবন্দি অবস্থায় ইনস্টাগ্রাম লাইভে সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে আড্ডা দিচ্ছেন হিটম্যান।

ইনস্টাগ্রাম যুবির সঙ্গে রোহিতের আড্ডা

ইনস্টাগ্রাম যুবির সঙ্গে রোহিতের আড্ডা

মঙ্গলবার ইনস্টাগ্রামে দুবারের বিশ্বকাপজয়ী যুবরাজ সিংয়ের সঙ্গে লাইভে আড্ডা দেন রোহিত শর্মা। সেই আড্ডাতেই রোহিত বলেন,ভারতীয় দলে যখন তিনি এসেছিলেন, যুবরাজ সিংই তাঁর প্রথম ক্রাস ছিল।

রোহিতের টি-২০ অভিষেক

রোহিতের টি-২০ অভিষেক

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দিয়ে টি-২০ ফর্ম্যাটে রোহিত শর্মা অভিষেক করেন। শুধু তাই নয় ২০০৭ সালে ভারতের টি-২০ বিশ্বকাপ দলে যুবির সঙ্গে ড্রেসিংরুম ও বিশ্বকাপ ট্রফি শেয়ার করেছেন রোহিত।

যুবির ছয় ছক্কার ম্যাচের সঙ্গে রোহিতের কানেকসন

যুবির ছয় ছক্কার ম্যাচের সঙ্গে রোহিতের কানেকসন

উল্লেখ্য ২০০৭ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে যুবির ছয় ছক্কার ম্যাচের সঙ্গে রোহিতের কানেকসন রয়েছে। সেই ম্যাচেই দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে রোহিত অভিষেক করেছিলেন। ম্যাচে স্টুয়ার্ট ব্রডকে যুবরাজ সিং ছয় ছক্কা হাঁকান।টি-২০ অভিষেক ম্যাচে রোহিত অবশ্য ব্যাটিংয়ের সুযোগ পাননি। উল্লেখ্য দেশের হয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০০৭ সালের ২৩ জুন রোহিত ওডিআই অভিষেক করেন। এরপর সেপ্টেম্বরে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দিয়ে কুড়ি-বিশের ক্রিকেটে পা রাখেন হিটম্যান।

যুবিকে নিয়ে আর যা বললেন রোহিত

যুবিকে নিয়ে আর যা বললেন রোহিত

রোহিত আরও বলেন, 'জাতীয় দলের হয়ে কেরিয়ারের শুরুতে যুবিই ছিল আমার ক্রাস। কেরিয়ারে শুরুতে আমার ব্যাটিং রোলও অনেকটা যুবির মতোই ছিল। পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করে ম্যাচ ফিনিশ করে আসার দায়িত্ব দেওয়া হত।

যুবির সঙ্গে প্রথম মজার মুহূর্ত

যুবির সঙ্গে প্রথম মজার মুহূর্ত

যুবির সঙ্গে প্রথম মজার মুহূর্তটি শেয়ার করেছেন রোহিত। হিটম্যান বলেন 'প্রথমবার টিম বাসে ওঠার দিন খুব উত্তেজিত ছিলাম। যদি দেরি হয়ে যায়, সেই কারণে ৩০ মিনিট আগে লবিতে পৌঁছে যাই। এরপর বাসে গিয়ে না জেনে যুবির সিটে বসে পরি। যুবি এসে মজা করে আমার প্রশ্ন করেছিল, এটা কার সিট জানো? পরে অন্য সিটে আমায় বসতে বলা হয়। এভাবেই যুবির সঙ্গে আমার প্রথম আলাপ।'

English summary
Rohit Sharma says Yuvraj singh was my first crush when he came into indian team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X