For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিবারের সঙ্গে ৩৩তম জন্মদিন পালন রোহিত শর্মার, শুভ জন্মদিন হিটম্যান

পরিবারের সঙ্গে ৩৩তম জন্মদিন পালন রোহিত শর্মার, শুভ জন্মদিন হিটম্যান

  • |
Google Oneindia Bengali News

শুভ জন্মদিন রোহিত শর্মা। ৩৩-এ পা দিলেন হিটম্যান।

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরে বসে পরিবারের সঙ্গে সময় কাটালেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। সীমিত ওভারের ক্রিকেটে এই প্রজন্মের সেরা ব্যাটসম্যানের ঝুলিতে ইতিমধ্যেই একাধিক রেকর্ড জমা পড়েছে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন রোহিত। হিটম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই থেকে তাঁর অগনিত ফ্যান।

৩৩-এ পা দিলেন হিটম্যান

৩৩-এ পা দিলেন হিটম্যান

২০০৭ সালে টিম ইন্ডিয়ার সিনিয়র দলে প্রথম সুযোগ পান রোহিত শর্মা। ওই বছরই ২০-২০ ওভারের বিশ্বকাপ জেতা ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন হিটম্যান। এরপর নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে রোহিতের ক্রিকেট কেরিয়ার। অফ ফর্ম থাকায় ২০১১ সালের বিশ্বকাপ খেলা ভারতীয় দলে সুযোগ পাননি হিটম্যান। যদিও এরপর আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্তভাবে প্রত্যাবর্তন ঘটে হিটম্যানের।

২০১৫ ও ২০১৯

২০১৫ ও ২০১৯

২০১৫-র বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রোহিত শর্মা। ততদিন ভারতীয় দলে নিজের জায়গাও পাকা করে নিয়েছিলেন হিটম্যান। সেই বিশ্বকাপের সেমিফাইনালে হেরে গিয়েছিল ভারত। ২০১৯ বিশ্বকাপে জীবনের সেরা পারফরম্যান্স দিয়ে ফেলেন রোহিত। সেমিফাইনালে ভারত হেরে গেলেও টুর্নামেন্টে পাঁচটি শতরান করে রেকর্ড বুকে নাম লেখান হিটম্যান। ২০১৯ সালের বিশ্বসেরা ওয়ান ডে ক্রিকেটারও হন রোহিত। ভারতের হয়ে টেস্টে ওপেন করতে নেমেই শতরান, দ্বিশতরানের ফুলঝুড়ি ছুটতে থাকে মুম্বইকরের ব্যাট থেকে।

দ্বিশতরান কিং-র লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ

দ্বিশতরান কিং-র লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম ভারতীয় হিসেবে ওয়ান ডে-তে তিনটি দ্বিশতরানের মালিক রোহিত শর্মা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করেছেন। এর জন্য লকডাউনে বাড়িতেই প্রস্তুতি শুরু করেছেন হিটম্যান। ৩৩তম জন্মদিনেও অনুশীলনে কোনও ঘাটতি নেই।

বিসিসিআই-র শুভেচ্ছা

টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মাকে ৩৩তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। এই বিশেষ দিনে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করা টেস্ট শতরানের ভিডিও ক্লিপ পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড।

লকডাউনে ঘরবন্দি

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন রোহিত শর্মা। একই ভাবে জন্মদিনও পরিবারের সদস্যদের সঙ্গেই কাটালেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। ঘরেই কেক কেটে ৩৩তম জন্মদিন পালন করেন রোহিত। পাশাপাশি এই দুঃসময়ে সহ নাগরিকদের ঘরে থাকারও বার্তা দিয়েছেন হিটম্যান।

English summary
Rohit Sharma turns 33, celebrates the day with family
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X