For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কার বিরুদ্ধে অনিশ্চিত রোহিত? কেদারের পরিবর্তে সূর্য?

ওয়ান ডে-তে মরশুমের সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে বছর শেষ করলেন রোহিত শর্মা। ২০১৯ যে তাঁর জীবনের অন্যতম সেরা, তা স্বীকারও করে নিয়েছেন হিটম্যান।

  • |
Google Oneindia Bengali News

ওয়ান ডে-তে মরশুমের সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে বছর শেষ করলেন রোহিত শর্মা। ২০১৯ যে তাঁর জীবনের অন্যতম সেরা, তা স্বীকারও করে নিয়েছেন হিটম্যান। তবে এবার তিনি ক্রিকেট থেকে কিছুদিনের জন্য বিশ্রাম নিতে চান বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে তিনি খেলতে চান না বলে নিজেই জানিয়েছেন রোহিত।

ভারত বনাম শ্রীলঙ্কা

ভারত বনাম শ্রীলঙ্কা

২০২০-র ৫ জানুয়ারি গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত। ৭ জানুয়ারি ইন্দোরে দুই দলের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি হওয়ার কথা পুনেতে। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজও খেলবে বিরাট কোহলি শিবির।

কবে দল নির্বাচন

কবে দল নির্বাচন

আগামী ২৬ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের জন্য ভারতের দল ঘোষণা হওয়ার কথা। সূত্রের খবর, এই সিরিজে নিজের না থাকার ইচ্ছা বিসিসিআই-র কাছে জানিয়েছেন রোহিত শর্মা। জানুয়ারির শেষে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হিটম্যান ফের দলে ফিরবেন বলে সূত্রের খবর।

টানা ক্রিকেট

টানা ক্রিকেট

এক বছরেরও বেশি সময় ধরে টানা ক্রিকেট খেলে চলেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। সূত্রের খবর, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে বিশ্রাম চেয়েছিলেন হিটম্যান। কিন্তু শিখর ধাওয়ান চোটের কারণে ছিটকে যাওয়ায় বাধ্য হয়ে রোহিতকে দলে রাখেন ভারতীয় নির্বাচককরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে হিটম্যান না খেললেও তাঁর অভাব গব্বর পূরণ করবেন বলে বিশ্বাস বিসিসিআই-র।

 অস্ট্রেলিয়া সিরিজে দলে হার্দিক

অস্ট্রেলিয়া সিরিজে দলে হার্দিক

পিঠে সফল অস্ত্রোপচারের পর লন্ডন থেকে দেশে ফিরে অনুশীলন শুরু করেছেন ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। ফিটনেস পরীক্ষায় সফল হলে তাঁকে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ফের ভারতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

কেদারের পরিবর্তে সূর্য

কেদারের পরিবর্তে সূর্য

একের পর এক পাওয়া সুযোগ কাজে লাদাতে না পারার খেসারত দিতে হতে পারে টিম ইন্ডিয়ার ব্যাটসম্য়ান কেদার যাদবকে। সূত্রের খবর, শ্রীলঙ্কা সিরিজ তাঁর কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে। সেই সিরিজে বিফল হলে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে কেদার যাদবের পরিবর্তে সূর্যকুমার যাদবকে নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

English summary
Rohit Sharma will skip T20s against Sri Lanka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X