For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাইক হাতে সচিন, সঙ্গী সেই বীরু-সৌরভ, নস্ট্যালজিক ওয়েব দুনিয়া

আন্তর্জাতিক ক্রিকেটে আবার অভিষেক হল সচিন তেন্ডুলকরের। পেয়েও গেলেন পছন্দের ওপেনিং স্পট। তবে ব্যাট হাতে নয়, এ যাত্রায় মাইক হাতেই আলা রে আলা সচিন আলা।

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেটে আবার অভিষেক হল সচিন তেন্ডুলকরের। পেয়েও গেলেন পছন্দের ওপেনিং স্পট। তবে ব্যাট হাতে নয়, এ যাত্রায় মাইক হাতেই আলা রে আলা সচিন আলা। অর্থাৎ বিশ্বকাপে এই প্রথমবার ধারাভাষ্যকারের ভূমিকা পালন করবেন মাস্টার ব্লাস্টার।

মাইক হাতে সচিন, সঙ্গী সেই বীরু-সৌরভ, নস্ট্যালজিক ওয়েব দুনিয়া

কমেন্ট্রি বক্সে পেয়েও গেলেন দুই প্রাক্তন ওপেনিং পার্টনার সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র শেহবাগকে। মাইক হাতে তিন জনের ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবির পাশেই ভারতের জার্সিতে প্যাড-গ্লাভস পরিহিত তিন রথির ছবি নিজেই টুইটারে পোস্ট করেছেন শেহবাগ। ছবির উপরে লিখেছেন টুগেদার এগেইন। এমনকী বৃহস্পতিবার ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন মাইক হাতেও সৌরভ ও সচিনের সঙ্গে খুনসুটি করতে ছাড়েননি বীরু।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Together again !<br>🌸 <a href="https://t.co/QGR2091DS7">pic.twitter.com/QGR2091DS7</a></p>— Virender Sehwag (@virendersehwag) <a href="https://twitter.com/virendersehwag/status/1134110712282750976?ref_src=twsrc%5Etfw">May 30, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ছটি বিশ্বকাপ খেলে সর্বোচ্চ ২২৭৮ রান করেছেন সচিন তেন্ডুলকর। ২০০৩ সালের বিশ্বকাপে সচিন জীবনের সেরা ফর্মে ছিলেন বলে দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের। সেবার ১১ ম্যাচে ৬৭৩ রান করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। সেই বিশ্বকাপে সচিনকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও বীরেন্দ্র শেহবাগ। সেই জুটিকেই ফের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।

ঘোষণা ছিল আগেই। সেই অনুযায়ী ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের ব্রেকে ব্যাট হাতে নয়, মাইক হাতে মাঠে নামতে দেখা যায় মাস্টার ব্লাস্টারকে। জায়েন্ট স্ক্রিনে সেই ছবি দেখে করতালি দিয়ে সচিন তেন্ডুলকরকে স্বাগত জানান ওভালে হাজির কয়েক হাজার দর্শক।

[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]

English summary
Sachin starts new innings as commentator, share golden moments with Sourav-Sehwag&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X