তর্কাতীতভাবে ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন সচিন তেন্ডুলকর। যখন খেলতেন ক্রিকেটের প্রায় সব রেকর্ডই ভেঙে দিয়েছিলেন তিনি। কিন্তু তাঁকেই পাওয়া গেল একেবারে ভিন্ন মেজাজে। তাঁর কাছ থেকে এল 'শোলে' সিনেমার সেই বিখ্যাত সংলাপ, 'কিতনে আদমী থে'।
ক্রিকেট বুট তুলে রাখার পর থেকেই অবসর জীবনটা চুটিয়ে উপভোগ করেছেন সচিন। সম্প্রতি পুত্র অর্জুনকে নিয়ে তিনি রাদজস্থানে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই শোলের শুটিং হয়েছিল। রাজস্তানে গিয়ে সপুত্র সচিন হাজির হন গব্বরের ডেরার শুটিংগুলি হয়েছিল যেখানে, সেই জায়গাটিতে।
সেই 'আইকনিক' জায়গায় দাঁড়িয়ে অর্জুন ও অন্যান্য সঙ্গীদের নিয়ে তিনি মুহূর্তটি ক্যামেরা বন্দীও করেন। আর তারপর তাঁর অগণিত ভক্তদের সঙ্গে শেয়ারও করেন সেই ছবি। সেই ছবির ক্যাপশনেই তিনি লেখেন, 'কিতনে আদমি থে?'
View this post on InstagramKitne Aadmi The? It was a complete Sholay experience. Ek photo toh banta hai. #rajasthantales
A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on Nov 30, 2018 at 4:06am PST
সঙ্গে জানান, এইস স্থানে এসে একটা ছবি তো তুলতেই হত। ৪৫ বছরের এই ক্রিকেট কিংদন্তীকে বেড়াতে গিয়েঅবশ্য রাধুনির ভূমিকাতেও দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়া তাঁর পোস্ট করা কিছু ভিডিওতে দেখে গিয়েছে যে হাতে একের পর এক ক্রিকেট রেকর্ড ভেঙেছে, সেই হাত সমান পারদর্শী ডিম ভেঙে অমলেট বানাতে।
বিখ্য়াত বাবার মতো তাঁর ছেলে অর্জুনও কিন্তু সাম্প্রতিক সময়ে খবরের সীরোনামে উঠে এসেছেন নিজস্ব কৃতিত্বে। চলতি অনুর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফিতে তিনি মুম্বইয়ের অনুর্ধ্-১৯ দলের হয়ে একা হাতেই ভাঙেন দিল্লির ব্যাটিংকে। ৯৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।