For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮২২৭-র পর আরও ৪ হাজার! হ্যাঁ, আত্মবিশ্বাসী সচিন-সৌরভ! ভাইরাল পার্টনারশিপ টুইট

৮২২৭-র পর আরও ৪ হাজার! আত্মবিশ্বাসী সচিন-সৌরভ! ভাইরাল পার্টনারশিপ টুইট

  • |
Google Oneindia Bengali News

আইসিসি-র টুইটকে ঘিরে স্মৃতির সরণীতে হাঁটলেন ভারতীয় ক্রিকেটের লেজেন্ড সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশ্ন করলেন ছোটবাবু, উত্তর দিলেন বড়বাবু। মত্ত হলেন কথোপকথনে। ওয়ান ডে-তে দুই রথির পার্টনারশিপ যে এখনও ধরাছোঁয়ার বাইরে, তার টের পেতেই আবেগতাড়িত হয়ে পড়লেন নেটিজেনরাও।

সৌরভ ও সচিনের জুটি

সৌরভ ও সচিনের জুটি

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১৩ সালে ব্যাট-প্যাড-গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। তবু গত ১২ বছরে দুই রথির পার্টনারশিপের ধাঁরেকাছে পৌঁছতে পারেননি কেউ। ১৭৬টি ওয়ান ডে ইনিংস খেলে ৪৭.৫৫-র গড়ে জুটিতে ৮২২৭ রান তুলেছেন সচিন-সৌরভ। বিশ্বের অন্য কোনও জুটি ওয়ান ডে-তে এখনও পর্যন্ত ৬ হাজার রানই পেরোতে পারেনি। ওয়ান ডে-র ১৩৬টি ইনিংসে ওপেন করে ৪৯.৩২-র গড়ে জুটিতে ৬৬০৯ রান তুলেছেন সচিন ও সৌরভ। তাও বিশ্ব তালিকায় সবার ওপরে রয়েছে।

তালিকায় দ্বিতীয়

তালিকায় দ্বিতীয়

এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার লেজেন্ড মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার জুটি। ১৫১টি ওয়ান ডে ইনিংস খেলে ৪১.৬১-র গড়ে ৫৯৯২ রান করেছেন তাঁরা।

আইসিসি-র টুইট

সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দুর্দান্ত পার্টরশিপকে স্মরণ করেছে আইসিসি। এক টুইটে দুই ক্রিকেটারের ওয়ান ডে পার্টনারশিপের পরিসংখ্যান তুলে ধরেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

সচিনের প্রশ্ন

আইসিসি-র ওই পোস্ট রিটুইট করে পার্টনার তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্বোধন করে স্মৃতির সরণীতে ফিরে গিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। একই সঙ্গে প্রিয় 'দাদি'-র জন্য লিটল মাস্টারের প্রশ্ন, রিংয়ের বাইরে চার ফিল্ডারের রেস্ট্রিকশন ও দুটি নতুন বলের জমানায় তাঁরা জুটিতে আর কত রান তুলতে পারতেন।

সৌরভের জবাব

সচিন তেন্ডুলকরকে জবাব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লিথেছেন, নতুন পদ্ধতিতে তাঁদের জুটি আরও ৪ হাজার রান তুলতে পারতেন। দুটি নতুন বল শুনে মহারাজের মনে হয়েছে যেন ম্যাচের প্রথম ওভারেই দুরন্ত কভার ড্রাইভে বল বাউন্ডারি স্পর্শ করেছে।

English summary
Sachin Tendulkar and Sourav Ganguly comes down to the memory lane on their ODI partnership tweet of ICC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X