For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিনের মন জয় করল ১০ মাসের খুদে ভক্ত! কী বার্তা দিলেন ক্রিকেটের ভগবান?

Google Oneindia Bengali News

কয়েকদিন আগে আনন্দ মেহতা নামক এক ক্রিকেট প্রেমী তাঁর ভাইপোর ছবি টুইট করেছিলেন। দশ মাস বয়সী সেই খুদের গায়ে ছিল ভারতীয় দলের জার্সি। পিছনে লেখা 'সচিন' ও সচিনের এক সময়ের জার্সি নম্বর '১০'। শুধু তাই নয়, শ্রেষ্ঠ নামক সেই খুদে ক্রিকেটপ্রেমীর হাতে ছিল একটি ব্যাটও। সেই ছবি দ্রুতই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।

ক্রিকেট থেকে নিলেও ভক্তদের মন থেকে অবসর নয়

ক্রিকেট থেকে নিলেও ভক্তদের মন থেকে অবসর নয়

ছবিটি টুইট করে শ্রেষ্ঠের কাকা আনন্দ লিখেছিলেন, 'সচিন স্যার, অনেক দিন হয়েছে আপনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে আমাদের মনে আপনি চিরকাল থাকবেন। আমাদের মন থেকে কখনই অবসর নেবেন না আপনি। আপনার উদ্দেশ্যে আমার এই ছোট্ট শ্রদ্ধার্ঘ্য। লিটল মাস্টারের জন্য আরও এক লিটল মাস্টারের (শ্রেষ্ঠ মেহতা) থেকে।'

দুই দশক আগের ম্যাচের স্মৃতিচারণ

দুই দশক আগের ম্যাচের স্মৃতিচারণ

সঙ্গে টুইটে ওয়ান ডে ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করা সচিনের ১৮৬ রানের উল্লেখও ছিল। ১৯৯৯ সালের ৮ নভেম্বর হায়দরাবাদের সেই ইনিংসে সচিনের সঙ্গী ছিলেন রাহুল দ্বাবিড়। ৪৬.২ ওভার ব্যাট করে ভারতীয় ক্রিকেটের এই দুই স্তম্ভ সেদিন সংগ্রহ করেছিলেন ৩৩১ রান।

কী হয়েছিল ১৯৯৯ সালের সেই ম্যাচে?

কী হয়েছিল ১৯৯৯ সালের সেই ম্যাচে?

হায়দরাবাদের লাল বাহাদুর সাস্ত্রী স্টেডিয়ামে খেলা সেই ম্যাচে ভারত ২ উইকেটের বিনিময়ে করেছিল মোট ৩৭৬ রান। জবাবে নিউজিল্যান্ড মাত্র ৩৩.১ ওভার টিকতে পেরেছিল। ২০২ রানেই শেষ হয়ে গিয়েছিল ব্ল্যাকক্যাপসদের সেই ইনিংস।

খুদে ভক্তের প্রতি সচিনের বার্তা

আনন্দ মেহতার করা এই টুইটটি নজরে পড়ে সচিন তেন্ডুলকরের। ছোট শ্রেষ্ঠের ছবি দেখে মুগ্ধ হন তিনি। এরপরই জবাব দেন মাস্টার ব্লাস্টার। জবাবে তিনি লেখেন, 'ক্রিকেট খেলার জন্য কোনও বয়স হয় না। এরকম সুন্দর একটি ছবি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।আমি ১০ মাসের শ্রেষ্ঠ এবং তার পরিবারকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।'

English summary
sachin tendulkar conveyed best wishes to 10 months old fan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X