For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার্দিক পান্ডিয়াকে নিয়ে করা সচিন তেন্ডুলকরের কোন ভবিষ্যতবাণী মিলেছে অবিকল?

হার্দিক পান্ডিয়াকে নিয়ে করা সচিন তেন্ডুলকরের কোনও ভবিষ্যতবাণী মিলেছে অবিকল?

  • |
Google Oneindia Bengali News

ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম অল রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে চর্চার শেষ নেই। চোট সারিয়ে ক্রিকেটে ফেরা থেকে বান্ধবী নাতাসা স্টানকোভিচের সঙ্গে বাগদান, সবক্ষেত্রেই জনপ্রিয়তায় প্রথম সারিতেই থেকেছেন বরোদার এই ক্রিকেটার। তাঁর ক্ষমতা যে কতটা তা কিন্তু অনেক আগেই জেনে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর। হার্দিক সম্পর্কে কী বলেছিলেন মাস্টার ব্লাস্টার, তা দেখে নেওয়া যাক।

হার্দিকের কেরিয়ার

হার্দিকের কেরিয়ার

২০১৬ সালের ২৬ জানুয়ারি ভারতীয় দলের হয়ে অভিষেক হয় হার্দিক পান্ডিয়ার। টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন এই অল রাউন্ডার। এখনও পর্যন্ত ভারতের হয়ে ১১টি টেস্ট ও ৪৫টি ওয়ান ডে ম্যাচে যথাক্রমে ৫৩২ ও ৭৫৭ রান করেছেন হার্দিক। টেস্টে একটি শতরানও রয়েছে তাঁর। দুই ফর্ম্যাটে যথাক্রমে ১৭ ও ৪৫টি উইকেটও নিয়েছেন হার্দিক। অন্যদিকে ভারতের হয়ে ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচে ২৯৬ রান ও ৩৬টি উইকেট নিয়েছেন বরোদার অল রাউন্ডার।

মুম্বই ইন্ডিয়ান্স থেকে উত্থান

মুম্বই ইন্ডিয়ান্স থেকে উত্থান

ঘরোয়া স্তরে বরোদার হয়ে নিয়মিতভাবে ভালো খেলে চলা হার্দিক পান্ডিয়া ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সুযোগ পান। সেবারই আইপিএলে নিজের জাত চেনান এই অল রাউন্ডার। হার্দিকের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছিলেন স্বয়ং সচিন তেন্ডুলকরও।

কী বলেছিলেন সচিন

কী বলেছিলেন সচিন

২০১৫ সালে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ভবিষ্যতবাণী করেছিলেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার বলেছিলেন, এভাবে খেলতে থাকলে এক কিংবা দেড় বছরের মধ্যে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাবেন বরোদার তরুণ। সচিনের সেই কথা মিলে গিয়েছিল। ২০১৬ সালেই ভারতীয় দলে ডাক পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া।

মুম্বই ইন্ডিয়ান্সের টুইট

মুম্বই ইন্ডিয়ান্সের টুইট

সচিন তেন্ডুলকরের ৪৭তম জন্মদিনে টুইটারে তাঁকে শুভেচ্ছা জানান হার্দিক পান্ডিয়া। সেই টুইটের ভিত্তিতেই ভারতীয় অল রাউন্ডারকে নিয়ে মাস্টার সচিন তেন্ডুলকরের করা ভবিষ্যতবাণী রি-টুইট করেছে মুম্বই ইন্ডিয়ান্স।

করোনা অনুদানে লোকেশ রাহুলের ব্যাট, জার্সি ও অন্যান্য সামগ্রী কত টাকায় বিক্রি হল জেনে নিনকরোনা অনুদানে লোকেশ রাহুলের ব্যাট, জার্সি ও অন্যান্য সামগ্রী কত টাকায় বিক্রি হল জেনে নিন

English summary
Sachin Tendulkar's prediction on Hardik Pandya in 2015 comes true
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X