For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'৪৭তম জন্মদিন', কার আশীর্বাদ নিয়ে সকাল শুরু করেন সচিন তেন্ডুলকর?

'৪৭তম জন্মদিন', কার আশীর্বাদ নিয়ে সকাল শুরু করেন সচিন তেন্ডুলকর?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করা নায়কদের সম্মান প্রদর্শনের জন্য নিজের ৪৭তম জন্মদিন যে পালন করবেন না, তা আগেই জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর। তবু ভক্তদের ভালোবাসার বন্যা আটকাতে পারেননি মাস্টার ব্লাস্টার। লাখো শুভেচ্ছা বার্তায় উদাসীন সচিন, কীভাবে দিনটি শুরু করেন, জেনে নিন।

জন্মদিন পালনে না

জন্মদিন পালনে না

করোনা ভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে যাঁরা লড়াই করছেন, তাঁদের সম্মান প্রদর্শনে নিজের ৪৭তম জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছিলেন লেজেন্ড সচিন তেন্ডুলকর। ফ্যানদেরও একই পরামর্শ দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। তা সত্বেও 'শুভ জন্মদিন'-র বার্তায় ভরে গিয়েছে সচিনের সোশ্যাল মিডিয়ার ইনবক্স।

মায়ের আশীর্বাদ

মায়ের আশীর্বাদ

শুভেচ্ছা বার্তার পাহাড় টপকেও নিজের ৪৭তম জন্মদিনের আলাদা কিছু করেননি সচিন তেন্ডুলকর। করোনা ভাইরাসের জেরে এমনিতেই ঘরবন্দি রয়েছেন মাস্টার ব্লাস্টার। এদিনও তাঁর রুটিনে কোনও পরিবর্তন চোখে পড়েনি। কেবল জন্মদিন বলে মায়ের আশীর্বাদ নিয়ে সকাল শুরু করেছেন ক্রিকেটের ইশ্বর।

সচিনের টুইট

মায়ের আশীর্বাদ পেয়ে আপ্লুত সচিন তেন্ডুলকর, সেই মুহূর্তের ছবি টুইটারে পোস্ট করেছেন। জন্মদিনে মায়ের কাছ থেকে ভগবান গনেশের একটি ছবি উপহার পেয়েছেন মাস্টার ব্লাস্টার। সেই ছবি দেখে আবেগে মাখামাখি হয়েছেন নেটিজেনরা।

সচিনের বার্তা

সচিনের বার্তা

করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী তৈরি হওয়া সংকটের দিনে মানুষকে সামাজিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন সচিন তেন্ডুলকর। জীবনের স্বার্থে অন্তত কিছুদিন একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা, বাইরে না বেরোনোর বিষয়টি মেনে চলার আর্জি জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। একই সঙ্গে মাঠে ম্যাচ চলাকালীন ক্রিকেটারদের লালার ব্যবহার বন্ধেরও পরামর্শ দিয়েছেন সচিন তেন্ডুলকর।

সৌরভ থেকে বিরাট, ৪৭তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন 'সচিন... সচিন...'সৌরভ থেকে বিরাট, ৪৭তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন 'সচিন... সচিন...'

English summary
Sachin Tendulkar started his 47th birthday by taking blessing from his mother
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X