For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#DhoniRetires নিয়ে কড়া প্রতিক্রিয়া সাক্ষীর, টুইট করেও মুছলেন মাহি-জায়া

#DhoniRetires নিয়ে কড়া প্রতিক্রিয়া সাক্ষীর, টুইট করেও মুছলেন মাহি-জায়া

  • |
Google Oneindia Bengali News

#DhoniRetires শীর্ষক প্রচারকে 'মানসিক অস্থিতিশীলতা' সুলভ জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। যদিও পরে তিনি কেন এ সংক্রান্ত নিজের টুইট মুছে ফেললেন, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। গোটা ব্যাপারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন তীব্র হয়েছে।

ক্রিকেটে নেই ধোনি

ক্রিকেটে নেই ধোনি

গত জুলাইতে ভারতীয় দলের জার্সিতে শেষবার ২২ গজে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড হওয়া বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার কোনও ক্রিকেট ম্যাচ খেলেছিলেন মাহি। এরপরের ১০ মাস তাঁকে আর ক্রিকেটে দেখা যায়নি। তবে কী এবার আন্তর্জাতিক ক্রিকেটকে সত্যিই বিদায় জানাচ্ছেন এমএস, এমন জল্পনা উঠেছে একাধিকবার।

প্রত্যাবর্তনের সম্ভাবনা

প্রত্যাবর্তনের সম্ভাবনা

চলতি বছরের আইপিএলে ফের বাইশ গজে নামার কথা এমএস ধোনির। সেই মতো চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন মাহি। কিন্তু করোনা ভাইরাসের জন্য টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায়, সে গুড়েও বালি পড়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড

একে করোনা ভাইরাসের জেরে অচলাবস্থা, তার ওপর দীর্ঘদিন ধরে এমএস ধোনিকে বাইশ গজে না দেখে হয়তো যারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন তাঁর ফ্যানরা। নতুন কিছু করার লক্ষ্যেই হয়তো #DhoniRetires ট্যাগ তৈরি করে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের অবসরের জল্পনা তুলে দেন কিছু নেটিজেন। তা ভাইরাল হতেই আবেগতাড়িত হয়ে পড়েন ধোনি-প্রেমী নেটিজেনরা। কার্যত কান্নাকাটি শুরু করে দেন তাঁরা। কেউ কেউ তো এখনই ধোনিকে চোখে হারাতে শুরু করেছেন। যদিও এ ব্যাপারে নিজের টুইটার অ্যাকাউন্টে কোনও বার্তা দেননি এমএস ধোনি। আর প্রকাশ্যে তো তিনি কিছু বতলেই চান না। বিসিসিআই-র তরফেও এ ব্যাপারে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তাই এই খবর ভুয়ো বলেই ধরে নেওয়া যায়।

সাক্ষীর প্রতিবাদ

সাক্ষীর প্রতিবাদ

ঘটনার তীব্র প্রতিবাদ করেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। কড়া ভাষায় লেখেন, তিনি বুঝতে পারছেন যে লকডাউন মানুষকে মানসিকভাবে অস্থিতিশীল করে তুলেছে। যাঁরা অবসর সংক্রান্ত খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন, তাঁদের জীবন খোঁজার বার্তা দিয়েছেন সাক্ষী। যদিও পরে নিজের সেই টুইট মুছেও দেন লেডি ধোনি। তা নিয়েও ফের সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে গুঞ্জন।

English summary
Sakshi Dhoni speaks about #DhoniRetiers rumours, later deleted her tweet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X