For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনির সঙ্গে সরফরাজের তুলনা, কী বললেন প্রাক্তন পাক অধিনায়কের স্ত্রী?

সরফরাজ শুধু নেতৃত্বই হারাননি, অস্ট্রেলিয়া সফরের দল থেকেও বাদ পড়েছেন। এই বয়সে দল থেকে বাদ পড়ার কারণে স্বাভাবিকভাবেই গুঞ্জন উঠেছে, তরুণ প্রতিভাদের সঙ্গে মোকাবিলা করে সরফরাজ কি আদৌ জাতীয় দলে ফিরতে পারবেন

Google Oneindia Bengali News

তিন সংস্করণেই পাকিস্তানের নেতৃত্বভার হারিয়েছেন সরফরাজ আহমেদ। কাল তাঁকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-র অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরফরাজ শুধু নেতৃত্বই হারাননি, অস্ট্রেলিয়া সফরের দল থেকেও বাদ পড়েছেন। এই বয়সে দল থেকে বাদ পড়ার কারণে স্বাভাবিকভাবেই গুঞ্জন উঠেছে, তরুণ প্রতিভাদের সঙ্গে মোকাবিলা করে সরফরাজ কি আদৌ জাতীয় দলে ফিরতে পারবেন? নাকি অবসর নিয়ে নেবেন? অবশ্য এসব গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন সরফরাজের স্ত্রী খুশবহত সরফরাজ।

ধোনির সঙ্গে সরফরাজের তুলনা, কী বললেন প্রাক্তন পাক অধিনায়কের স্ত্রী?

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বয়স ৩৮, তা সত্ত্বেও অবসর না নিয়ে ভারতের হয়ে খেলে যাচ্ছেন। স্বামী দল থেকে বাদ পড়ায় অসন্তুষ্ট হলেও নিজের স্বামীর ক্ষেত্রেও ধোনির উদাহরণ টেনেছেন খুশবহত। এই বিশয়ে তিনি বলেন, "সরফরাজকে যে অধিনায়কত্ব থেকে ছাঁটাই করা হবে, সেটা আমরা জেনেছি মাত্র তিন দিন আগে। তবে এটাই সরফরাজের শেষ নয়। ও এখন কোনো ধরনের চিন্তা আর চাপ ছাড়াই খেলতে পারবে। সে কি অবসর নেবে? ওর বয়স মাত্র ৩২, ও কেন অবসর নেবে? ধোনির বয়স কত? ও কি অবসর নিয়েছে? তাহলে সরফরাজ কেন অবসর নেবে?"

প্রতি ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক নিয়োগ করেছে পাকিস্তান। ওপেনার আজহার আলি টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন আবারও। টেস্টের সহ-অধিনায়ক হতে পারেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। ওদিকে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান বাবর আজম পেয়েছেন টি-টোয়েন্টির দায়িত্ব। ওয়ানডের অধিনায়ক কে হবেন, এখনও তা জানানো হয়নি। অনুমান করা হচ্ছে, এ দায়িত্ব পেতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার ৩৯ বছর বয়সী মহম্মদ হাফিজ।

এদিকে ধোনির অবসর নিয়েও যথারীতি আলোচনা চলছে। বিসিসিআই সভাপতির দায়িত্ব পাওয়ায় স্বাভাবিকভাবেই ধোনির ক্যারিয়ারের শেষটা কেমন হবে, সে ব্যাপারে প্রভাব রাখার সুযোগ পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেবেন ভারতীয় ক্রিকেটের দাদা। ঠিক তার পরদিনই বৈঠকে বসবেন নির্বাচক কমিটির সঙ্গে। আলোচনা করবেন নানা বিষয়ে। এর মধ্যে একটি বিষয় থাকবে, তা হল ধোনির ভবিষ্যৎ।

English summary
Sarfaraz Ahmed's wife draws comparison between her husband and Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X