For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দল নির্বাচন বিতর্কের জল গড়ালো উচ্চমহলে, রাহুল-সাবার সঙ্গে দেখা করলেন মিতালি-হরমনপ্রিত

ভারতীয় মহিলা দলের ক্রিকেটার হরমনপ্রিত ও মিতালি সোমবার বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরি এবং জিএম সাবা করিম-এর সঙ্গে দেখা করলেন।

  • |
Google Oneindia Bengali News

আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে ভারতের ছিটকে যাওয়ার পর তিনদিন পার হয়ে গিয়েছে। এমনকি কাপ ফাইনালও হয়ে গিয়েছে। কিন্তু সেমিফাইনালে দলের অভিজ্ঞতম ব্যাটার মিতালি রাজকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের রেশ এখনও চলছে। সোমবার বিসিসিআই সিইও রাহুল জোহরি ও ক্রিকেট অপারেশনস-এর জিএম সাবা করিমের সঙ্গে দেখা করলেন তাঁরা।

রাহুল-সাবার সঙ্গে দেখা করলেন মিতালি-হরমনপ্রিত

তবে শুধু ভারতের টি২০ ও ওয়ানডে দলের দুই অধিনায়িকাই নন, এদিন রাহুল ও সাবার সঙ্গে দেখা করেন দলেরল ম্যানেজার তৃপ্তি ভট্টাচার্যও। জানা গিয়েছে তাঁরা তিনজনেই আলাদা আলাদাভাবে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে দেখা করে এই বিতর্ক নিয়ে তাঁদের নিজ নিজ মতামত ব্যক্ত করেছেন।

রাহুল জোহরি এই সাক্ষাতের স্বীকার করে জানিয়েছেন, তাঁরা প্রত্যেকের বক্তব্য নথিবদ্ধ করেছেন। তবে তাঁরা কী বলেছেন সেই বিষয়ে এখনই মুখ খুলতে চাননি তিনি। জানা গিয়েছে তাঁরা একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করে তা জমা দেবেন সিওএ সদস্যের কাছে। তাঁরা সেই রিপোর্ট দেখে দরকার পড়ে সবার সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মিতালি সুস্থ থাকা সত্ত্বেও তাঁকে বাদ দিয়েই নেমেছিল হরমনপ্রিতের ভারত। ব্যাটিং ব্যর্থতার জন্যই ৮ উইকেটে লজ্জাজনকভাবে হারতে হয় ভারতকে। কিন্তু তারপরেও সাংবাদিক সম্মেলনে মিতালিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেছিলেন হরমনপ্রিত। জানিয়েছিলেন মিতালিকে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। আর তাতেই বিতর্কের আগুনে ঘি পড়েছিল।

তবে ভারতীয় ক্রিকেট মহলে কানাঘুসো শোনা যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে আর নাও খেলতে পারেন ভারতের ওয়ানডে অধিনায়িকা মিতালি। তাঁর সমসাময়িক ঝুলন গোস্বামীর মতোই তিনি এরপর থেকে শুধু একদিনের ক্রিকেট খেলাতেই মন দেবেন বলে শোনা যাচ্ছে।

English summary
The Indian women cricketer Harmanpreet and Mithali met BCCI CEO Rahul Johri and GM Saba Karim on Monday. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X