For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-টোয়েন্টিতে সেরা ভারতীয় ওপেনার শাফালি, ছুঁলেন মিতালির রেকর্ড

টি-টোয়েন্টিতে সেরা ভারতীয় ওপেনার শাফালি, ছুঁলেন মিতালির রেকর্ড

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে বিধ্বংসী ব্যাটিং-র পুরস্কার পেলেন ভারতের মহিলা ক্রিকেট দলের ওপেনার শাফালি বর্মা। টুর্নামেন্টে সর্বাধিক স্ট্রাইক রেটের মালকিন, ১৬ বছরের ক্রিকেটার আইসিসি-র টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং-র শীর্ষ স্থান দখল করেছেন। দেশের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে সেরা শাফালি

টি-টোয়েন্টিতে সেরা শাফালি

আইসিসি-র সদ্য প্রকাশিত মহিলাদের টি-টোয়েন্টি ক্রম তালিকায় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ স্থান দখল করেছেন শাফালি বর্মা। এই স্থানে পৌঁছতে ১৯ ধাপ পেরিয়েছেন ১৬ বছরের মহিলা ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে ৭৬১ পয়েন্ট অর্জন করেছেন শাফালি। টপকে গিয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সুজি বেটেসকে।

বিশ্বকাপে শাফালি

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪টি ম্যাচ খেলে ১৬১ রান করেছেন ভারতীয় ওপেনার শাফালি বর্মা। টুর্নামেন্টে রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। টুর্নামেন্টে ৯টি ছক্কাও এসেছে ১৬ বছরের ভারতীয় ওপেনারের ব্য়াট থেকে।

স্ট্রাইক রেট

স্ট্রাইক রেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং স্ট্রাইক রেটে রথি-মহারথিদের টেক্কা দিয়েছেন শাফালি বর্মা। ৪ ম্যাচ খেলে ১৬১ স্ট্রাইক রেটের অধিকারিনী ১৬ বছরের ক্রিকেটার। টি-টোয়েন্টি কেরিয়ারে ১৪৬.৯৬ স্ট্রাইক রেটের মালকিন শাফালি এই ফর্ম্যাটে বিশ্বেও সেরা।

ভারতের দ্বিতীয় মহিলা

ভারতের দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি ক্রম তালিকার শীর্ষে পৌঁছলেন শাফালি বর্মা। তাঁর আগে ভারতীয় লেজেন্ড মিতালি রাজ একই নজির গড়েছিলেন। মিতালির স্থানেই ভারতের মহিলা ক্রিকেট দলে শাফালি সুযোগ পেয়েছেন, তা কাকতালিয় হলেও সত্যি। ভারতের ওয়ান ডে দলে কবে সুযোগ পাবেন ১৬ বছরের ওপেনার, সেই প্রশ্নই দেশের ক্রীড়া মহলে ঘুরে বেড়াচ্ছে।

ভারতীয় ক্রিকেটে আর্থিক মন্দা! আইপিএল প্লে-অফের পুরস্কার মূল্য নাকি কেটে অর্ধেক!ভারতীয় ক্রিকেটে আর্থিক মন্দা! আইপিএল প্লে-অফের পুরস্কার মূল্য নাকি কেটে অর্ধেক!

English summary
Shafali Verma becomes second Indian woman to reach top spot of T20 ranking
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X