For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে ফিরবেন গব্বর, ইঙ্গিত দিল চিকিৎসকদের দল

বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট। যেকারণে তিন সপ্তাহের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় ওপেনার শিখর 'গব্বর' ধাওয়ান। চিকিৎসার পর বিশ্বকাপ টুর্নামেন্টে শিখরকে ব্যাট হাতে নামতে দেখা যাবে তো?

  • |
Google Oneindia Bengali News

বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট। যেকারণে তিন সপ্তাহের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় ওপেনার শিখর 'গব্বর' ধাওয়ান। চিকিৎসার পর বিশ্বকাপ টুর্নামেন্টে শিখরকে ব্যাট হাতে নামতে দেখা যাবে তো? প্রশ্নের উত্তরের খোঁজে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা।

ধাওয়ানকে নিয়ে আশঙ্কা কোথায়?

ধাওয়ানকে নিয়ে আশঙ্কা কোথায়?

লিডসে শিখরের চোটের পরীক্ষা হয়েছিল। রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায়, আঙুলের হাড়ে চিড় ধরেছে। ডাক্তারি ভাষায় যাকে বলে হেয়ারলাইন ফ্র্যাকচার। বুড়ো আঙুলে ভর দিয়েই ব্যাটের গ্রিপ ধরেন ব্যাটসম্যানরা। সেক্ষেত্রে যে কোনও ব্যাটসম্যানের কাছে এই বুড়ো আঙুল খুবই গুরুত্বপূর্ণ। পুরোপুরি রিকভার না করে ক্রিকেটে ফিরলে কোনও ব্যাটসম্যানের কেরিয়ারও নষ্ট হয়ে যেতে পারে।

কী বলেছেন চিকিৎসকদের দল

কী বলেছেন চিকিৎসকদের দল

সূত্রের খবর, লিডসের হাতপাতালে চিকিৎসার পর জানা গিয়েছে,পুরোপুরি তিন সপ্তাহের জন্য নয়, টুর্নামেন্টের মাঝপথেই ব্যাট হাতে নেমে পরতে পারেন গব্বর। চিকিৎসকদের দল, ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এমন সংকেত দিয়েছেন বলে জানা গিয়েছে। সেক্ষেত্রে ৩০ জুন বিশ্বকাপের আয়োজক দল ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন করতে পারেন শিখর। সবটাই যদিও সম্ভাবনা স্তরে রয়েছে।

প্রসঙ্গত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে প্যাট কামিন্সের বলে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান গব্বর।যন্ত্রণা নিয়েই পরে শতরান পূর্ণ করেন। অজিদের বিরুদ্ধে তাঁর ১১৭ রানের ইনিংসে ভর করেই ম্যাচ জিতেছিল ভারত।

 কোন কোন ম্যাচে পাওয়া যাচ্ছে না ধওয়ানকে

কোন কোন ম্যাচে পাওয়া যাচ্ছে না ধওয়ানকে

নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। ডাক্তারদের চিকিৎসায় সারা দিয়ে ধাওয়ানের চিড় খাওয়া হাড় দ্রুত হিল হলে, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে পারেন তিনি। সবটাই অবশ্য তার সেরে ওঠার উপর নির্ভর করছে।

[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]

English summary
Shikhar Dhawan’s comeback update,likely to fit in latter half of World Cup 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X