For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনালের আগে পরিসংখ্যান ভাবাচ্ছে হরমনপ্রীতদের

ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনালের আগে পরিসংখ্যান ভাবাচ্ছে হরমনপ্রীতদের

  • |
Google Oneindia Bengali News

আগামী কাল অর্থাৎ শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা হরমনপ্রীত কৌর, শাফালি বর্মারা প্রথম বার টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে যেমন বদ্ধপরিকর, তেমনই ইংল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিক হারের লজ্জাও ঘোঁচাতে চায় ওমেন ইন ব্লু। দেখে নেওয়া যাক পরিসংখ্যান।

২০১৮-র টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০১৮-র টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল ভারত। হেথার নাইট নেতৃত্বাধীন ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ আট উইকেটে হেরেছিল ভারত। তখন খারাপ সময়ের মধ্যে দিয়েও যাচ্ছিল ভারতের মহিলা ক্রিকেট। কোচ রমেশ পাওয়ারের সঙ্গে অশান্তির জেরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন লেজেন্ড মিতালি রাজ। তাঁর পরিবর্তে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক বাছা হয়েছিল হরমনপ্রীত কৌরকে।

২০১৭-র ৫০ ওভারের বিশ্বকাপ

২০১৭-র ৫০ ওভারের বিশ্বকাপ

২০১৭ সালে ইংল্যান্ডে হয়েছিল মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। লর্ডসের ফাইনালে হোম টিমের মুখোমুখি হয়েছিল ওমেন ইন ব্লু। হেথার নাইট নেতৃত্বাধীন ইংল্যান্ডের ২২৯ রানের জবাবে ২১৯ রানে অল আউট হয়ে গিয়েছিলেন মিতালি রাজরা।

অপরাজিত ইংল্যান্ড

অপরাজিত ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডকে কখনওই হারাতে পারেনি ভারতের মহিলা ক্রিকেট দল। মোট পাঁচ বারের সাক্ষাতে সব বারই হেরেছেন হরমনপ্রীত কৌররা। ২০১৮-র বিশ্বকাপ ছাড়া প্রতিযোগিতার বাকি সংস্করণে ইংল্যান্ডের বিরুদ্ধে লিগ স্তরেও ম্যাচ হারতে হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলকে।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

সব মিলিয়ে শেষ দশ বছরে ইংল্যান্ড ও ভারতের মহিলা ক্রিকেট দলের মধ্যে এখনও পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে। মাত্র চার বার জিতেছে ভারত। ১৫ বার জিতেছে ইংল্যান্ড। শনিবারের ম্যাচ জিতে ব্রিটিশদের জবাব দিতে চায় ভারতের মহিলা ক্রিকেট দল।

English summary
Some facts and figures before India vs England's semi-final in T20 women World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X