For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই দশকে অবসর নেওয়া লেজেন্ডদের তালিকা দেখে নেওয়া যাক

২০১৯ শেষের পথে। আর কয়েকদিন পরেই নতুন বছরকে স্বাগত জানাবেন বিশ্ববাসী। শুরু হবে নতুন দশক। শেষ দশকে নিজ নিজ ক্ষেত্রে অবসর নেন বেশকিছু লেজেন্ড। তাঁদের তালিকায় নজর ফেরানো যাক।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ শেষের পথে। আর কয়েকদিন পরেই নতুন বছরকে স্বাগত জানাবেন বিশ্ববাসী। শুরু হবে নতুন দশক। শেষ দশকে নিজ নিজ ক্ষেত্রে অবসর নেন বেশকিছু লেজেন্ড। তাঁদের তালিকায় নজর ফেরানো যাক।

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর

লেজেন্ড সচিন তেন্ডুলরকরের ২৪ বছরের ক্রিকেট কেরিয়ার শেষ হয় ২০১৩ সালে। ভারতের হয়ে ২০০টি টেস্ট সহ ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন মাস্টার ব্লাস্টার। ক্রিকেটের সবকটি ফর্ম্যাট মিলিয়ে ১০০টি শতরানের মালিক সচিন। টেস্টে ১৫৯২১ ও ওয়ান ডে-তে ১৮৪২৬ রান করেছেন মাস্টার ব্লাস্টার। ৫০ ওভারের ক্রিকেটে দ্বিশতরান রয়েছে তাঁর। ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন সচিন।

মুথাইয়া মুরলীধরন

মুথাইয়া মুরলীধরন

শ্রীলঙ্কা ২০১১ সালের বিশ্বকাপের ফাইনাল হারার পর ক্রিকেটকে বিদায় জানান স্পিন লেজেন্ড মুথাইয়া মুরলীধরন। ১৯ বছরের কেরিয়ারে টেস্টে ৮০০ ও ওয়ান ডে-তে ৫৩৪টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি পাঁচ (৬৭ বার) ও ১০ উইকেট (২২ বার) নেওয়ার রেকর্ডধারী মুরলীধরন।

মাইকেল ফেল্পস

মাইকেল ফেল্পস

অলিম্পিক লেজেন্ড তথা কিংবদন্তী সাঁতারু আমেরিকার মাইকেল ফেল্পস ২০১৬-র রিও গেমের পর অবসর নেন। অলিম্পিক কেরিয়ারে ২৮টি মেডেল জেতেন তিনি। তার মধ্যে ২৩টি সোনা। যা একটি রেকর্ড। ২০১২ সালে লন্ডন অলিম্পিকের পর অবসর ঘোষণা করেও ফের টুর্নামেন্টের পরবর্তী সংস্করণে ফিরে আসেন ফেল্পস। ৩৯টি বিশ্ব রেকর্ডের মালিক আমেরিকার এই সাঁতারু বিশ্বের বিস্ময়।

উসেইন বোল্ট

উসেইন বোল্ট

অলিম্পিকের ট্রাক ইভেন্টে ৮টি ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১১টি সোনা জেতা জামাইকার উসেইন বোল্ট ২০১৭ সালে নিজের কেরিয়ারে ইতি টানেন। ১০০ মিটারের দৌড় ৯.৫৮ সেকেন্ড ও ২০০ মিটারের দৌড় ১৯.১৯ সেকেন্ড শেষ করার বিশ্ব রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৯-এ ট্রাক ছেড়ে পাকাপাকিভাবে ফুটবলে মনোনিবেশ করেন এই কিংবদন্তী।

মাইকেল শুমাখার

মাইকেল শুমাখার

কিংবদন্তী ফর্মুলা ওয়ান রেসার জার্মানির মাইকেল শুমাখার ২০১২ সালে অবসর নেন। সাতটি ফর্মুলা ওয়ান জয়ের বিশ্ব রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৩ সালে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আগত হয়ে কোমায় চলে যান মাইকেল।

ইনিয়েস্তা ও জাভি

ইনিয়েস্তা ও জাভি

বার্সেলোনা তথা স্পেন ফুটবলের লেজেন্ড জাভি ২০১৪ সালে ফুটলকে বিদায় জানান। দেশের হয়ে ১৩৩টি ম্যাচে ১৩টি গোল ও অসংখ্য অ্যাসিস্ট রয়েছে তাঁর। মাঝমাঠে জাভির জুড়িদার স্পেনের ইনিয়েস্তা ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। দেশের হয়ে ১৩১টি ম্যাচে ১৩টি গোল রয়েছে তাঁর। ২০১০ সালে বিশ্বকাপ ফাইনালে স্পেনের হয়ে জয়সূচক গোল করেছিলেন ইনিয়েস্তা।

English summary
Some memorable farewell of the decade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X