For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কিছু লোক' দলকে টেনে নামাতে চাইছে - নজিরবিহীন অভিযোগ রবি শাস্ত্রীর

ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী এক সাক্ষাতকারে দাবি করেছেন, কিছু লোক বর্তমান দলকে টেনে নামাতে চেষ্টা করছে।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড সফরে বর্তমান ভারতীয় দলকে 'গত ১৫ বছরের মধ্যে সেরা' বলে বিতর্কে জড়িয়েছিলেন। যা নিয়ে প্রবল সমালোনার মুখে পড়তে হয়েছিল ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীকে। তারপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ের পর, এই জয়কে বলে দিয়েছেন ১৯৮৩-এর বিশ্বকাপ জয়ের থেকেও বড়। এবার নাম না করে সমালোচকদের একহাত নিলেন রবি।

নজিরবিহীন অভিযোগ করলেন রবি শাস্ত্রীনজিরবিহীন অভিযোগ করলেন রবি শাস্ত্রী

ইংল্যান্ড সফরে ফলাফল তাঁর পক্ষে ছিল না। তাই চুপচাপ সমালোচনা গিলতে হয়েছিল রবি শাস্ত্রীকে। অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের পর আর তাঁকে পায় কে! 'টাইমস অব ইন্ডিয়া'-কে দেওয়া এক সাক্ষাতকারে অস্ট্রেলিয়া থেকে শাস্ত্রী অভিযোগ করেছেন, বর্তমান দলকে 'টেনে নামানোর জন্য' কিছু লোক উঠে পড়ে লেগেছেন।

তিনি বলেছেন, কিছু লোক আছেন, যাদের কাজই হচ্ছে সমালোচনা করা। তাঁরা শুধু সমালোচনা করতেই চান, দলের ভাল চান না। তিনি স্পষ্ট কে দিয়েছেন, সোশ্য়াল মিডিয়া নিয়ে তাঁরা আদৌ ভাবিত নন। সেখানে নানা ধরণের কথা হয়, হবে। কিন্তু তাই নিয়ে তিনি ভাবিত নন, কারণ তার কোনও প্রভাব দলের উপর পড়ে না।

তিনি ভাবিত এর বাইরের কিছু প্রভাবশালী লোকজনদের নিয়ে যাঁরা শুধু দলের সমালোচনাই করতে চান। দলের ক্ষতি চান। তাঁদের কারোর কারোর সেই বিষয়ে কোনও লুকোছাপাও নেই বলে জানিয়েছেন শাস্ত্রী।

তিনি জানিয়েছেন, প্রথমবার ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে টেস্টে ভারতের স্থান ছিল ৫-এ। আর গত তিন বছর ধরে ভারত এক নম্বরেই রয়েছে এবং ভবিষ্য়তেও বেশ কয়েকদিন থাকবে। কাজেই এইসব সমালোচকদেরও আর পাত্তা দিচ্ছেন না তিনি। কারণ তাঁর মতে কয়েকদিন বাদে তাদের কথারও আর কোনও প্রভাব থাকবে না।

শাস্ত্রীর এই নজিরবিহীন অভিষোগ নিয়ে ইতিমধ্যেই বেশ সাড়া পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। তিনি ঠিক কাদের নিশানা করেছএন, সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

English summary
India's head coach Ravi Shastri claims in an interview, that, some people are trying to pull the current team down.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X