For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশাসকের সিটে বসে বল মাঠের বাইরে পাঠাতে চলেছেন সৌরভ, দিন রাতের টেস্ট নিয়ে দাদার মত শুনলেন কি কোহলি

দিন রাতের টেস্ট নিয়ে বিরাটের সঙ্গে আলোচনা ইতিবাচক, জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

বোর্ড প্রেসিডেন্টের হটসিটে বসে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন সৌরভ। কলকাতায় ভারত-বাংলাদেশ টেস্টে টিকিটের সর্বনিম্ন দাম করা হয় ৫০ টাকা। আগে দৈনিক যে টিকিটের ১০০ টাকা দাম ছিল,সেটাই কমিয়ে সর্বনিন্ম ৫০ টাকা করার সিদ্ধান্ত নেয় সিএবি। আদতে টেস্ট ক্রিকেটের আকর্ষণ ফেরাতে এটা যে সৌরভের মস্তিষ্কপ্রসূত তা আর নতুন করে বলে দিতে হবে না। এবার বল মাঠের বাইরে পাঠাতে চলেছেন মহারাজ!

প্রশাসকের সিটে বসে বল মাঠের বাইরে পাঠাতে চলেছেন সৌরভ, দিন রাতের টেস্ট নিয়ে দাদার মতা শুনলেন কি কোহল

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর সৌরভ বলে দিয়েছিলেন, এই মুহূর্তে দেশের ক্রিকেটে বিরাটই প্রধান ব্যক্তি। অধিনায়ককে সবরকম সাহায্য করতে বিসিসিআই তৈরি। দায়িত্বগ্রহণের পরদিনই এরপর বিরাটের সঙ্গে বৈঠক করেন। শুক্রবার এরপর ঘরে ফিরে সিএবিতে সংর্বধনা।

জমকালো সেই অনুষ্ঠানেই জানা গেল, দিন রাতের টেস্ট নিয়ে বিরাটের সঙ্গে কথা বলেছেন সৌরভ। প্রশাসক সৌরভের আলোচনা মনে ধরেছে বিরাটের। শুক্রবার সিএবি'র অনুষ্ঠানে সৌরভ বলেন, 'বিরাট দিন রাতের টেস্ট খেলতে রাজি। ইতিবাচক আলোচনা হয়েছে।'

এর আগে সিএবি সভাপতি হয়ে ইডেনে ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলে দিন রাতের ম্যাচ আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছিলেন সৌরভ। বরারবই শুরু থেকেই টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য সৌরভ দিন রাতের টেস্টের সপক্ষে। সেক্ষেত্রে বিরাট-রোহিতদের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে বলে সৌরভ জানিয়েছেন। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দিন রাতের ম্যাচে ব্যবহৃত বল নিয়ে বিরাটের অভিযোগ রয়েছে। সেই দিকটিই বিবেচনা করা হতে চলেছে।

সবমিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে দিন রাতের টেস্ট হলে, প্রশাসকের সিটে বসে শুরুতেই বল মাঠের বাইরে পাঠাতে চলেছেন সৌরভ!

English summary
Sourav Ganguly says, Virat Kohli agreeable for playing day-night Tests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X