For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিতর্কের অবসান! টিম ইন্ডিয়ার কমলা জার্সির আনুষ্ঠানিক প্রকাশ

রবিবার ইংল্য়ান্ডের বিরুদ্ধে যে কমলা জার্সি পরে খেলতে নামবেন বিরাট কোহলিরা, সেটি প্রকাশ্যে আনা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অবশেষে সব জল্পনা ও বিতর্কের অবসান। রবিবার ইংল্য়ান্ডের বিরুদ্ধে যে কমলা জার্সি পরে খেলতে নামবেন বিরাট কোহলিরা, সেটি প্রকাশ্যে আনা হয়েছে। বিসিসিআইয়ের সরকারি স্পনসর তথা ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নাইকির তরফে এই জার্সির ডুপ্লিকেট প্রকাশ করা হয়েছে শুক্রবার।

বিতর্কের অবসান! টিম ইন্ডিয়ার কমলা জার্সি আনুষ্ঠানিক প্রকাশ

সদ্য প্রকাশিত ছবি অনুযায়ী, বিরাট কোহলিদের যে জার্সিতে দেখে ক্রিকেট প্রেমীরা অভ্যস্ত, সেই নীল রং থাকবে জামার কলার এবং সামনের অংশে। জামার পিছন দিকে থাকবে কমলা রং। খেলোয়াড়দের নাম এবং নম্বর নীল রংয়ে লেখা থাকবে বলেই বিসিসিআইয়ের সরকারি স্পনসর তথা ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নাইকির তরফে জানানো হয়েছে।

ইংল্যান্ড বিশ্বকাপে প্রতিটি দলকেই দুটি করে জার্সি সঙ্গে রাখার অনুমতি দিয়েছে আইসিসি। অর্থাৎ হোম-আওয়ে ফরম্যাটে কোনও ম্যাচে দুই দলের জার্সির রং একই ধাঁচের হলে অ্য়াওয়ে দল নিজেদের পোশাক পাল্টাতে পারে। ভারত ও ইংল্যান্ডের জার্সির রং প্রায় একই রকম। তাই অ্যাওয়ে দল হিসেবে বিরাট বাহিনী ৩০ জুনের ম্যাচে জার্সি বদল করবে এবং তার রং কমলা হবে বলেই এখনও পর্যন্ত খবর।

যদিও ভারতের অ্যাওয়ে জার্সি হিসেবে কমলা রং বেছে নেওয়ার পিছনে বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে গৈরিকীকরণের চক্রান্ত বলে অভিযোগ তোলে বিরোধীরা। যদিও বিসিসিআইয়ের দাবি, ভারতের পুরনো টি-টোয়েন্টি জার্সি থেকে কমলা রঙের অ্যাওয়ে জার্সি তৈরির কথা মাথায় আসে। এর পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই বলেও বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে।

English summary
Team India's 'orange jersey' officially unveiled by BCCI sponsor Nike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X