For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ডিআরএস বিতর্ক! থার্ড আম্পায়ারের অদ্ভুত সিদ্ধান্ত, অকল্যান্ডে মাঠেই বিবাদে জড়ালেন কিউইরা

অকল্যান্ডে ভারতের বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি২০ ম্যাচে, থার্ড আম্পায়ারের এক ভুল সিদ্ধান্তের পর ফের বিতর্ক মাথাচাড়া দিল ডিআরএস নিয়ে।

Google Oneindia Bengali News

ওয়েলিংটনে টি২০ সিরিজের প্রথম ম্যাচেই আন্তর্জাতিক অভিষেক হয়েছিল কিউই ব্য়াটসম্যান ডেরিল মিচেলের। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই তিনি ডিআরএস-এর ত্রুটির শিকার হলেন। থার্ড আম্পায়ারও অদ্ভুত সিদ্ধান্ত নিলেন, যা নিয়ে মাঠের আম্পায়ারের সঙ্গে বেশ কিছুক্ষণ বিবাদে জড়ালেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন।

ফের ডিআরএস বিতর্ক, মাঠেই বিবাদে জড়ালেন কিউইরা

এদিন ষষ্ঠ ওভারে বল করতে এসে প্রথমে নিউজিল্যান্ডের ওপেনার মুনরো কে ফিরিয়ে দিয়েছিলেন ক্রুণাল পাণ্ডিয়া। এরপর ওই ওভারেরই শেষ বলটি লাগে ডেরিল মিচেলের প্যাডে। ভারতীয়দের আবেদনে সাড়া দিয়ে মাঠের আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন।

ডেরিল দাবি করেন হল তাঁর ব্যাটে লেগেছে। এর আগে কখনও ডিআরএস ব্যবহার করেননি। অপর প্রান্তে থাকা কেইন উইলিয়ামসনের সঙ্গে কথা বলে তিনি রিভিউ নেন। হটস্পট অর্থাত ইন্ফ্রারেড থার্মাল ইমেজ জানায় বল ব্য়াটে লেগেছে। অথচ রিয়েল টাইম স্নিকো মিটার (যা অতি সুক্ষ্ম শব্দ ধরতে পারে) জানায় বল ব্যাটে লাগেনি।

এর ফলে টিভি আম্পায়ার শন বেগ সিদ্ধান্ত নেন যেহেতু এই বিষয়ে ডিআরএস কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই মেনে নিতে হবে। পরে স্লো মোশনে দেখা যায় বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার পর প্য়াডে লাগার আগেই তার সেলাইয়ের অবস্থান বদলে যায়। যা ইঙ্গিত দেয় বল ব্যাটে লাগার।

তৃতীয় আম্পায়ারের ওই সিদ্ধান্তে বিস্মিত হয়ে যান কেইন উইলিয়ামসন। মাঠের আম্পায়ারদের সঙ্গে এি নিয়ে বিবাদেো জড়াতে দেখা যায়। আম্পায়াররাও ভুল বুঝতে পেরে আলোচনা করে দেখেন কোনও নিয়মে সিদ্ধান্ত প্রত্যাহার করা যায় কিনা। কিন্তু সেইরকম কোনও নিয়ম খুঁজে না পাওয়ায় শেষ পর্।যমন্ত ডেরিলকে মাঠ ছাড়তেই হয়।

English summary
DRS controversy has raised again after a wrong decision of the third umpire in 2nd T20I match between New Zealand and India at Auckland. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X