For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারের বাজিমাত , ভারতীয় ক্রিকেট নয়া নজির কিশোরদের

বিজয় মার্চেন্ট ট্রফিতে বিহার অনুর্ধ্ব ১৬ দলের নজির । ৮৭০ রানে ম্যাচ জিতল তাঁরা। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটে ৫৩ বছরের রেকর্ড ভাঙলো। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় মার্চেন্ট ট্রফিতে ৮৭০ রানে জিতল বিহার। অনুর্ধ্ব ১৬ এই টুর্নামেন্টে বিহার দলটি দু'ইনিংস মিলিয়ে ১০০৭ রান করে। এদিকে বিহারের এই বিশাল রান তাড়া করতে নেমে অরুণাচল প্রদেশ রান তাড়া করতে নেমে প্রথম ইনিংসে ৫৪ ও দ্বিতীয় ইনিংসে ৮৩ রান করে।

বিহারের বাজিমাত , ভারতীয় ক্রিকেট নয়া নজির কিশোরদের

বিজয় মার্চেন্ট ট্রফিতে ভারতীয় ক্রিকেটের নতুন এই রেকর্ড তৈরি হল। আগে সবথেকে বড় ব্যবধানে জয়ের রেকর্ড ছিল পাকিস্তান রেলওয়েজ় টিমের বিরুদ্ধে।অরুণাচল প্রদেশ-র বিরুদ্ধে বিহারের হয়ে উইকেটরক্ষক বিনি ৩৫৮ রান করেন। প্রকাশ করেন ২২০ , অধিনায়ক করেন অর্ণব কিশোর ১৬১ রান করেন। বিহার কে আটকাতে ন'জন বোলারের হাতে বল তুলে দেন অরুণাচল প্রদেশের অধিনায়ক।

বিহারের বাজিমাত , ভারতীয় ক্রিকেট নয়া নজির কিশোরদের

বিজয় মার্চেন্ট ট্রফি-র ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিহার টিমের অধিনায়ক অর্ণব কিশোর। ৩১ ওভারে ৮৩ রানে অলআউট হয়ে যায় অরুণাচল প্রদেশ। প্রথম ইনিংসে সাত উইকেট নেন বিহারের বোলার রিষু রাজ। ব্যাট করতে নেমে ১৫৯.১ ওভারে সাত উইকেট হারিয়ে ১০০৭ রানে ডিক্লেয়ার দেয় বিহার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩.৫ ওভারে ৫৪ রানে অলআউট হয়ে যায় অরুণাচল প্রদেশ। প্রথম ইনিংসে সাত উইকেটের পরে দ্বিতীয় উইকেটেও ছয় উইকেট তুলে নেন রিষু রাজ। দুই ইনিংস মিলিয়ে ১৩টি উইকেট তুলে নেন তিনি। এরই সুবাদে অরুণাচলকে ৮৭০ রানে হারায় বিহার।

English summary
u-16 boys of bihar has created history in Indian cricket 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X