For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার প্রভাব, ক্রিকেট বল চমকাতে লালার পরিবর্তে অনুমোদন পেতে পারে 'টেম্পারিং'!

করোনার প্রভাব, ক্রিকেট বল চমকাতে লালার পরিবর্তে অনুমোদন পেতে পারে 'টেম্পারিং'!

  • |
Google Oneindia Bengali News

বিশেষজ্ঞদের মতে, মানুষের শরীরের শ্লেষ্মা এবং লালা থেকেই অপর কোনও ব্যক্তির শরীরে প্রবেশ করে মারণ করোনা ভাইরাস। সেক্ষেত্র ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া হচ্ছে আইসিসি। করোনা থেকে বাঁচতে, লাল বল চমকাতে লালার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হতে পারে বলে সূত্রের খবর। পরিবর্তে কৃত্রিম উপায়ে বল চমকানোর ব্যবস্থা করতে পারে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

ভয়াবহ করোনা

ভয়াবহ করোনা

বিশব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৯০ হাজারেরও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে ২৩ হাজারেরও বেশি। মারণ ভাইরাসের বলি হয়েছেন ৭৩০ জন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান সহ অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশেও করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে।

লালার ব্যবহার নিষিদ্ধ হতে পারে

লালার ব্যবহার নিষিদ্ধ হতে পারে

পেসাররা যাতে সুইংয়ে বাড়তি সুবিধে পান, সেই কারণে দলের ক্রিকেটাররা মুখের লালা বা থুতু ব্যবহার করে বলের পালিশ চকচকে করেন। এই দৃশ্যই হয়ত করোনা পরবর্তী সময় আর দেখা যাবে না বলে সূত্রের খবর। এ ব্যাপারে এখন থেকেই সচেতনতা প্রচারে নেমে পড়েছেন প্রাক্তন ক্রিকেটাররা।

লালর পরিবর্তে কী

লালর পরিবর্তে কী

কৃত্রিম উপায়ে বল ঘষে চমকানোর অভিযোগে অতীতে বহু ক্রিকেটারকে শাস্তির মুখে পড়তে হয়েছে। করোনা ভাইরাসের পরবর্তী সময়ে সেই রীতিই আইসিসি বৈধ করতে চলেছে বলে সূত্রের খবর। জানানো হয়েছে, লালার ব্যবহার বন্ধ করতে কৃত্রিম উপায়ে কীভাবে লাল বল চকচকে করা যায়, তা নিয়ে গবেষণা শুরু হয়েছে। সেক্ষেত্রে বল পালিশ করার জন্য কৃত্রিম বস্তু ব্যবহার করার অনুমতি দিতে পারে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

কী নিয়ম

কী নিয়ম

আইসিসি-র তরফ থেকে জানানো হয়েছে, এই নতুন রীতির রোড ম্যাপ তৈরি হতে কিছুটা হলেও সময় লাগবে। সেক্ষেত্রে বল চমকাতে ক্রিকেটাররা আইসিসি স্বীকৃত যে বস্তুই ব্যবহার করুক, তা ফিল্ড আম্পায়ারদের দেখানো এবং তাঁদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করতে চলেছে আইসিসি।

কোন তরুণ ব্যাটসম্যানকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বললেন রোহিত ও হরভজন?কোন তরুণ ব্যাটসম্যানকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বললেন রোহিত ও হরভজন?

English summary
Usage of artificial substances to polish cricket ball post coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X