For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৮ রান দূরেই বিরাট মাইলস্টোন! কোহলিকে আটকানোর টোটকা দিলেন গিলেসপি-পন্টিং

চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসাবে অস্ট্রেলিয়ায় ১০০০ রান করা থেকে বিরাট কোহলি আর মাত্র ৮ রান দূরে। প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটার গিলেসপি ও পন্টিং তাকে আটকানোর পরামর্শ দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

এই মুহূর্তে সম্ভবত নিজের ফর্মের শীর্ষে রয়েছেন ভারত অধিনায়ক। সাদা বলের ক্রিকেট হোক কি লাল বলের ক্রিকেট, তিনি ব্য়াট করতে নামলেই অলক্ষ্য়েই হয়ে যাচ্ছে একের পর এক রেকর্ড। পিছনে পড়ে যাচ্ছেন একের পর এক বিশ্বক্রিকেটের বড় নাম। স্বাভাবিকভাবেই আসমন্য অস্ট্রেলিয়া সফরেও তাঁর সামনে অপেক্ষা করেছে বেশ কয়েকটি মাইলস্টোন। যার একটি অন্তত নিশ্চিতভাবেই প্রথম টেস্টেই হয়ে যাওয়ার কথা।

অস্ট্রেলিয়ার বাউন্স আর পেসে ভরা পিচ বরাবরই ভারতীয়দের ব্য়াটসম্য়ানদের কাছে অগ্নিপরীক্ষা। ভারতের ধুলোওড়া পিচে খেলে খেলে বড় হয়ে অস্ট্রেলিয়ায় এসে মুখ থুবড়ে পড়তে দেখা গিয়েছে অনেক বড় বড় ভারতীয় ক্রিকেটারকেই। বিরাট অবশ্য এর আগের দুটি সফরেই বুঝিয়ে দিয়েছিলেন, তিনি অন্য ধাতুতে গড়া। আর মাত্র ৮ রান করলেই অস্ট্রেলিয় মাটিতে টেস্টে তাঁর ১০০০ রান সম্পূর্ণ হবে।

বিরাটের বর্তমান রেকর্ড

বিরাটের বর্তমান রেকর্ড

অ্যাডিলেড টেস্টে নামার আগে অস্ট্রেলিয়ায় বিরাট মোট ৮টি টেস্ট খেলেছেন। ৬২ গড়ে করেছেন ৯৯২ রান। ২০১৪ সফরে মেলবোর্নে করা ১৬৯ রানের ইনিংসই এখনও পর্যন্ত এই দেশে বিরাটের সর্বোচ্চ রান। ওই ইনিংস-সহ মোট ৫টি শতরান ও ২টি অর্ধশতরান আছে তাঁর। এখনও পর্যন্ত মাত্র ৩ জন ভারতীয় ব্যাটসম্য়ানের অস্ট্রেলিয়ায় ১০০০ রান রয়েছে।

তিন ভারতীয়

তিন ভারতীয়

এই তিনজন হলেন সচিন তেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও রাহুল দ্রাবিড়। সচিন করেছিলেন ১৮০৯ রান। অস্ট্রেলিয়াকে বিপক্ষে জেখলেই যাঁর ব্যাটে রানের বন্যা বইত, সেই লক্ষ্মণের রয়েছে ১২৩৬ রান। আর 'দ্য ওয়াল'-এর ঝুলিতে আছে ১১৪৩ রান। সবকিছু ঠিকঠাক থাকলে অ্যাডিলেডেই এই এলিট ক্লাবে ঢুকে পড়ার কথা বিরাটের।

ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া

ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া

বিরাটকে নিয়ে এক অদ্ভুত আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে অস্ট্রেলিয়দের মধ্যে। এতটা সম্ভ্রম অজিদের কাছ থেকে আদায় করতে পারেননি সচিন তেন্ডুলকারও। এমনকি বিরাটকে আটকানোর দাওয়াই নিয়ে হাজির হয়েছেন অস্ট্রেলিয়ার সোনালি দিনের জোরে বোলার জেসন গিলেসপি ও তাদের প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং-ও।

গিলেসপির দাওয়াই

গিলেসপির দাওয়াই

ব্য়াটসম্য়ানদের ক্রিজে থিতু হতে যেরকম একটু সময় লাগে, তেমনই বোলারদেরও ছন্দ পেতে কিছুটা সময় লাগে। কিন্তু গিলেসপি বলেছেন, বিরাটের বিরুদ্ধে কোনও 'ওয়ার্ম-আপ ডেলিভারি'-র জায়গা নেই। একেবারে প্রথম বল থেকেই বপরিপূর্ণ ছন্দে বল করতে হবে অজিদের। যদি ২০টা মতো বল খেলার সুযোগ পান, বা ব্য়াটে ১০-১৫ টা রান করে দেন বিরাট, তারপরে আর তাঁকে বড় রান করা থেকে আটকানো যাবে না।

পন্টিং-এর টোটকা

পন্টিং-এর টোটকা

পন্টিং আবার বিরাটের বিরুদ্ধে বিশেষ মুখ না খোলার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয় বোলারদের। তাঁর মতে মুখ বন্ধ রেখে নিজের দক্ষতা ও প্রতিভাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে হবে। মুখ খুলে বিরাীটকে তাতিয়ে দিলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি।

English summary
Virat Kohli is just 8 runs away from becoming the 4th Indian batsman to score 1000 runs in Australia. Former Australians Gillespie and Ponting suggested ways to contain him.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X