For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিঃশব্দে আরও এক অনন্য রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক কোহলি

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে ভারত ৩১ রানে হারলেও নিঃশব্দে আরও একটি অনন্য রেকর্ড গড়লেন।

  • |
Google Oneindia Bengali News

আগের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে একটি রেকর্ড ছুঁয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সবচেয়ে কম ইনিংসে কুড়ি হাজার আন্তর্জাতিক রানের মালিক হয়েছেন তিনি। ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারার রেকর্ড। এই দুই কিংবদন্তি ব্যাটসম্যান ৪৫৩টি ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি হাজার রান করেছিলেন। তবে কোহলি মাত্র ৪১৬টি ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি হাজার রান পেরিয়ে গিয়েছেন।

নিঃশব্দে আরও এক অনন্য রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক কোহলি

একই সঙ্গে আগের ম্যাচে একদিনের ক্রিকেটে ১১ হাজার রানের মাইলস্টোনও পার করেছেন ভারত অধিনায়ক। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে ভারত ৩১ রানে হারলেও নিঃশব্দে আরও একটি অনন্য রেকর্ড গড়লেন। রান মেশিন কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে পরপর পাঁচটি ইনিংসে অর্ধ শতরান করলেন।

ভারত অধিনায়ক হিসেবে রাহুল দ্রাবিড় ইংল্যান্ডের মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তবে এদিন কোহলি দ্রাবিড়কেও ছাপিয়ে গিয়েছেন। রান তাড়া করতে নেমে কোহলি এদিন ৭৬ বলে ৬৬ রান করে লিয়াম প্লাঙ্কেটের বলে আউট হন।

বিশ্বকাপের মঞ্চে কোহলি অধিনায়ক হিসেবে পরপর পাঁচ ইনিংসে অর্ধশত রান করলেও খেলোয়াড় হিসেবে ২০১৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ একই কৃতিত্ব ছুঁয়েছেন। পরপর পাঁচটি ইনিংসে তিনি অর্ধশতরান করেন।

এদিন কোহলি পেরিয়ে গেলেন ১৯৯২ সালের বিশ্বকাপে আজহারউদ্দিনের পরপর চারটি ম্যাচে অর্ধশতরানের রেকর্ড। যদিও এই বিশ্বকাপে এখনও ভারতের অধিনায়কের ব্যাট থেকে কোনও শতরান আসেনি।

English summary
Virat Kohli becomes first captain to score five consecutive half-centuries in World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X