For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাটিং ও এজবাস্টনের ছোট মাঠকেই হারের জন্য দায়ী করলেন বিরাট কোহলি

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স আপ টু দ্য মার্ক নয় বলেই মনে করেন অধিনায়ক বিরাট কোহলি।

  • |
Google Oneindia Bengali News

এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স আপ টু দ্য মার্ক নয় বলেই মনে করেন অধিনায়ক বিরাট কোহলি। রবিবারের ম্যাচে ইংল্যান্ড তাদের সব বিভাগেই টেক্কা দিয়েছে বলে স্বীকারও করেছেন বিরাট। একই সঙ্গে ভারতের হারের জন্য এজবাস্টনের ছোট বাউন্ডারিকেই দায়ী করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
পারফরম্যান্স

পারফরম্যান্স

বিরাট কোহলি স্বীকার করেছেন যে দুই ইংরেজ ওপেনার যেভাবে শুরু করে, তাতে ইংল্যান্ড ৩৬০ পেরিয়ে যাবে বলে ভেবেছিলেন তিনি। কিন্তু মিডিল ওভারে মহম্মদ শামির নেতৃত্বে ঘুরে দাঁড়ান ভারতের বোলাররা। যদিও শেষ বেলায় আবারও ইংরেজ ব্যাটসম্যানদের জ্বলে ওঠার জন্য তাঁদের দক্ষতাকেই কৃতিত্ব দিয়েছেন ভারত অধিনায়ক।

সেই সঙ্গে বিরাট এও জানিয়েছেন, তাঁর ও রোহিত শর্মার পার্টনারশিপ একশো পেরোতেই তিনি মনে করেছিলেন যে ম্যাচ জেতা সম্ভব। তাঁরা আউট হওয়ার পর ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ডিয়া যখন ম্যাচ ধরেন, সেখান থেকেও খেলা বের করে আনা সম্ভব ছিল বলে মনে করেন বিরাট কোহলি। কিন্তু দলের বাকি ব্যাটসম্যানদের পারফরম্যান্সে যে তিনি হতাশ, তা জানাতে ভোলেননি ভারতীয় অধিনায়ক।

ছোট বাউন্ডারি

ছোট বাউন্ডারি

এজবাস্টনের একদিকের বাউন্ডারির আয়তন যথার্থ থাকলেও, মাঠের অন্যদিকের সীমারেখা ছিল যথেষ্টই ছোট। এমন বাউন্ডারিকে অদ্ভুত ও পাগলাটে বলে আখ্যা দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, ক্রিকেট মাঠের সীমানার দূরত্ব ক্রিজ থেকে কমপক্ষে ৫৯ মিটার হওয়া উচিত। এজবাস্টনের বাউন্ডারির দৈর্ঘ্য তার থেকে কম হওয়ায়, দুই ইংরেজ ওপেনার তার সুযোগ নিয়েছেন বলে মনে করেন বিরাট কোহলি। মাঠের ওই ছোট প্রান্ত দিয়েই ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয় ছয় ও চার মারতে থাকায় ভারতীয় স্পিনারদের কাছে কোনও উত্তর ছিল না বলেই দাবি করেছেন বিরাট কোহলি।

নিজের খেলা

নিজের খেলা

বিরাট কোহলি বিশ্বাস করেন, তিনি ও রোহিত শর্মা আর ১০ ওভার খেলে দিতে পারলে ম্যাচ ভারতের কব্জায় থাকত। চলতি বিশ্বকাপে প্রত্যেক ম্যাচেই তিনি নিজের ভুলে আউট হয়েছেন বলে স্বীকারও করেছেন ভারতের অধিনায়ক। আগামী ম্যাচগুলিতে সেই ভুল শুধরে তিনি মাঠে নামবেন বলেও সমর্থকদের আশ্বাস দিয়েছেন বিরাট কোহলি।

English summary
Virat Kohli criticized batting and short boundary of Edgbaston after defeat to England.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X