For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের মাঝেই কোহলির বিরুদ্ধে অভিযোগ, অন্য শাস্তির কোপে ভারত অধিনায়ক

জরিমানার কবলে ভারত অধিনায়ক বিরাট কোহলি।পানীয় জল অপচয় করায় কোহলির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। জরিমানা বাবদ পাঁচশো টাকা গুনতে হচ্ছে বিরাটকে।Virat Kohli fined Rs 500 for for wastage of drinking water

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের মাঝে এবার জরিমানার কবলে ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই জরিমানা অবশ্য ক্রিকেট মাঠে নিয়ম ভাঙা বা স্লো-ওভার রেটের কারণে নয়। পানীয় জল অপচয় করায় বিপাকে পড়েছেন বিরাট। তাঁর বিরুদ্ধে জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানা বাবদ পাঁচশো টাকা গুনতে হচ্ছে বিরাটকে।

বিশ্বকাপের মাঝেই কোহলির বিরুদ্ধে অভিযোগ, শাস্তির কোপে ভারত অধিনায়ক

ঠিক কী ঘটেছে

সময়টা একদমই ভালো যাচ্ছে না বিরাটের। ইংল্যান্ডের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে মেন ইন ব্লু। ব্যাটে-বলে দল দারুণ পারফর্ম্যান্স করলেও বিরাট অভিযান ম্যাচে ব্যক্তিগতভাবে বড় রান পাননি। এই ম্যাচের আগে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলদেশের বিরুদ্ধে অবশ্য ৪৭ রানের ইনিংস খেলেছেন ভিকে। এর মাঝেই এবার শাস্তির কোপে কোহলি। বিরাট ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও তাঁর বাড়ির কর্মীদের ভুলে জরিমানা গুনতে হচ্ছে ভারত অধিনায়ককে।

চলতি গ্রীষ্মের এমনিতে দেশের বিভিন্ন প্রান্তে পানীয় জলের অভাব রয়েছে। সেই সঙ্গে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এবার তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছকাছি ঘোরাফেরা করেছে। সেকারণেই জলের ঘাটতি মেটাতে বেশ কিছু জায়গায় জলের খরচ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট নিয়মাবলীও তৈরি করে দেওয়া হয়েছে। এর মাঝেই কোহলির গুরগাঁও'র বাড়িতে তাঁর বিলাসবহুল গাড়ি পরিষ্কার করতে পানীয় জল ব্যাবহার করে বসেন গাড়িচালক কর্মীরা। ঘটনা নজরে আসতে কোহলির প্রতিবেশীরাই পুরো ঘটনা জানিয়ে গুরগাঁও মিউনিসিপ্যাল কর্পোরেশনে অভিযোগ জানায়।

অভিযোগ পেয়ে বিরাটের বাড়ি গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে গুরগাঁও মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপরই পুরসভা কর্তৃপক্ষের থেকে কোহলির বিরুদ্ধে ৫০০ টাকা জরিমানা করা হয়। জানা গিয়েছে জল অপচয়ের কারণে কোহলি ছাড়াও তাঁর দশ প্রতিবেশীরও জরিমানা হয়েছে।

English summary
Virat Kohli fined Rs 500 for for wastage of drinking water
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X