For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্রুত ভারতের সর্বকালীন সেরা অধিনায়ক হবে বিরাট , ভবিষ্যদ্বাণী প্রাক্তন তারকা অধিনায়কের

ভারত অধিনায়ক কোহলিকে নিয়ে 'বিরাট' ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের

  • |
Google Oneindia Bengali News

ভারত অধিনায়ক কোহলিকে নিয়ে 'বিরাট' ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের। শনিবার বিরাটের নেতৃত্বে ইন্দোর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে দাপটের সঙ্গে ম্যাচ জিতেছে ভারত। টাইগারদের ইনিংস ও ১৩০ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়েছে কোহলিরা। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ভারত ৩০০ পয়েন্টের শৃঙ্গ ছুঁয়েছে।

কী বললেন ভন

এরপরই অধিনায়ক বিরাটকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। টুইটে ভন লিখেছেন, 'সেই দিনটা খুব বেশি দূরে নেই, যখন ভারতের প্রাক্তন সব অধিনায়কদের কীর্তি ভেঙে শৃঙ্গে উঠবেন বিরাট। কোহলিই আগামী দিনে ভারতের সর্বকালীন সেরা অধিনায়ক হতে চলেছে।'

এদিন কিংবদন্তি অধিনায়ক বর্ডারকে ছুঁলেন বিরাট

এদিন কিংবদন্তি অধিনায়ক বর্ডারকে ছুঁলেন বিরাট

এদিন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালন বর্ডারকে ছুঁয়ে ফেললেন। ৯১ টেস্টে অধিনায়কত্ব করে ৩২টিতে জিতেছিলেন বর্ডার। সেখানেই ৫২ টেস্ট অধিনায়কত্ব করে ৩২টিতে জিতলেন বিরাট।

বিদেশের মাটিতে সবচেয়ে সফল বিরাট, টপকে গিয়েছেন সৌরভকেও

বিদেশের মাটিতে সবচেয়ে সফল বিরাট, টপকে গিয়েছেন সৌরভকেও

দেশের হয়ে ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়ে ২১টিতে জয়ের নজির ছিল সৌরভের। সেই কীর্তি টপকে বিরাটের ঝুলিতে এখন ৩২টি টেস্ট জয়ের নজির। সেই সঙ্গে ভারতীয় অধিনায়কদের মধ্য়ে বিদেশের মাটিতে সবচেয়ে সফল ছিলেন সৌরভ। বিদেশে ২৮ ম্যাচে সৌরভ ১১টি জয় এনে দেন।সেখানে বিদেশে ২৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ভারতকে ১৩ ম্যাচে জয় এনে দিয়েছেন বিরাট।

ধোনির কীর্তি টপকে ভারতীয়দের মধ্যে সবেচেয়ে বেশি টেস্ট জয়

ধোনির কীর্তি টপকে ভারতীয়দের মধ্যে সবেচেয়ে বেশি টেস্ট জয়

ভারতীয়দের মধ্য়ে সবেচয়ে বেশি টেস্ট জয়ের নজির ছিল ধোনির। ৬০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ধোনি ২৭ ম্যাচ জিতিয়েছিলেন। সেখানে ৫২ ম্যাচ শেষে কোহলির জয়ের সংখ্যা ৩২টি। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট জয়ের নজির এখন বিরাটের দখলে।

ধোনির আরও একটি কীর্তি টপকালেন

ধোনির আরও একটি কীর্তি টপকালেন

এদিন ভারতের বিরুদ্ধে ইনিংসে জয়ের পর ধোনির অন্য এক কীর্তি টপকালেন বিরাট। এর আগে ধোনি ৯বার ইনিংসে জয় পেয়েছিলেন। সেই কীর্তি টপকে বিরাট ১০ বার ইনিংসে টেস্ট জিতলেন বিরাট।

অধিনায়ক বিরাটের মিস চান্স

অধিনায়ক বিরাটের মিস চান্স

অন্যদিকে ওডিআই ধরলে, কোহলির অধিনায়কত্বে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে হেরে বসে ভারত। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে সেমিফাইনালে উঠে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ব্লু ব্রিগেড। বড় মঞ্চে এই দুই হার অধিনায়ক কোহলির বড় ব্যর্থতা।

English summary
Virat Kohli must be fast becoming India’s best ever skipper, says Michael Vaughan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X