For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক না দুই, বিশ্বকাপের লিগ পর্ব শেষে ভারত কোথায় পৌঁছবে, কী বলছে পয়েন্ট টেবিল

বিশ্বকাপে এক ম্যাচ বাকি থাকছে ১৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পাকা করেছে ভারত। ১৩ পয়েন্টের সুবাদে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দু'নম্বরে রয়েছে কোহলিরা।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে এক ম্যাচ বাকি থাকছে ১৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল পাকা করেছে ভারত। ১৩ পয়েন্টের সুবাদে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দু'নম্বরে রয়েছে কোহলিরা।

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একটি ম্যাচ পাবে মেন ইন ব্লু। অন্যদিকে ৮ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে শীর্ষে অস্ট্রেলিয়া। লিগ পর্বের ৯ ম্যাচ শেষ করে ১২ পয়েন্ট নিয়ে তিনে ইংল্যান্ড ও ১১ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড।

ইংল্যান্ড-নিউজিল্যান্ড লিগ পর্বে সব ম্যাচ খেলে ফেলেছে। ফলে পয়েন্ট টেবিলে ৩ ও ৪ নম্বরে পরিবর্তনের সম্ভাবনা নেই( যদি না বাংলাদেশের বিরুদ্ধে ৪০০ রান হাঁকিয়ে শাকিবদের ১২৯ রানে অলআউট করে ৩২১ রানে ম্যাচ জেতে পাকিস্তান)।

তবে পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

পাসিঘাট

পাসিঘাট

ব্রিটিশ সাম্রাজ্যের সময়ে এখানে জনবসতি গড়ে তোলা হয়েছিল। অরুণাচল প্রদেশের সবচেয়ে পুরনো শহর এটি। কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পের মধ্যে এই সুন্দর শহর স্থান পেয়েছে।

কোহলিদের বিরাট সম্ভাবনা

কোহলিদের বিরাট সম্ভাবনা

১) ৬ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচ জিতলে কোহলিদের পয়েন্ট দাঁড়াবে ১৫। অন্যদিকে শেষ ম্যাচে একই দিনে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারাতে পারলে লিগের ৯ ম্যাচ শেষে অজিদের পয়েন্ট দাঁড়াবে ১৪। এক পয়েন্টে এগিয়ে থাকায় লিগ পর্বে গ্রুপ টপার হয়ে সেমিফাইনাল খেলবে ভারত।

নামদাফা ন্যাশনাল পার্ক

নামদাফা ন্যাশনাল পার্ক

পূর্ব হিমাচল অঞ্চলের অন্যতম বড় জঙ্গল এলাকা ওই নামদাফা ন্যাশনাল পার্ক। হিমালয়কে পিছনে রেখে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এককথায় অনন্য।

সম্ভাবনা দুই

সম্ভাবনা দুই

শেষ ম্যাচে দুই দলই হারলে পয়েন্ট টেবিল একই থাকছে। অর্থাৎ ১৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরে অজিরা। ও ১৩ পয়েন্ট নিয়ে কোহলিরা ২ নম্বরে থাকবে।

সেলা পাস

সেলা পাস

তাওয়াং ও গুয়াহাটির মাঝে অবস্থিত সেলা পাস। সারাবছর এখানকার পর্বতের চূড়াগুলি বরফাবৃত থাকে। এর পাশের সেলা লেক অন্যতম দর্শনীয় স্থান।

সম্ভাবনা তিন

সম্ভাবনা তিন

শেষ ম্যাচে অজিরা জিতলে ১৬ পয়েন্টে শেষ করবে। সেক্ষেত্রে অজিরাই হবে গ্রুপ টপার। দ্বিতীয় হয়ে সেমিফাইনাল যাবে কোহলিরা।

তাওয়াং

তাওয়াং

এই জায়গাটি পর্যটনকেন্দ্র হিসাবে দ্রুত পরিচিত পাচ্ছে। ধীরে ধীরে এখানে পর্যটকেরা সংখ্যায় বাড়ছেন।

দেখে নিন পয়েন্ট টেবিল

দেখে নিন পয়েন্ট টেবিল

অস্ট্রেলিয়া- ৮ ম্যাচ- ১৪ পয়েন্ট
ভারত- ৮ ম্যাচে ১৩ পয়েন্ট
ইংল্যান্ড- ৯ম্যাচে ১২ পয়েন্ট
নিউজিল্যান্ড- ৯ ম্যাচে ১১ পয়েন্ট

ঈগল নেস্ট ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি

ঈগল নেস্ট ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি

ঈগল নেস্ট ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি ও তার পাশে সেসা অর্কিড স্যানচুয়ারিতে একবার যেতেই হবে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই স্যানচুয়ারি পাখির জন্য সারা ভারতে বিখ্যাত।

গোল্ডেন প্যাগোডা, নামসাই

গোল্ডেন প্যাগোডা, নামসাই

নামসাই শহরটি এই গোল্ডেন প্যাগোডার জন্য বিখ্যাত।

ইটানগর

ইটানগর

অরুণাচল প্রদেশের রাজধানী হল ইটানগর। এখানকার ইটা দুর্গ, গঙ্গা লেক প্রভৃতি দর্শনীয় স্থান।

বমডিলা

বমডিলা

সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪৩৮ মিটার উঁচুতে অবস্থিত বমডিলা অরুণাচল প্রদেশের একটি ছোট্ট শহর। এখানে এলে মনে হবে যেন স্বপ্নের রাজ্যে চলে এসেছেন।

English summary
virat kohli's india has great chance to be table topper in CWC2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X