For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৪ সালের ইংল্যান্ড সফরকে পিছনে ফেলে কেরিয়ারের সবচেয়ে বড় ব্যাটিং ভরাডুবি বিরাটের, দেখুন পরিসংখ্যান

২০১৪ সালের ইংল্যান্ড সফরের চেয়েও এবার নিউজিল্যান্ড ভরাডুবি বিরাটের, দেখুন পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

বিরাটের ব্যাটে 'বসন্ত' শেষ! এবার বোঝহয় রানের খরার চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে কঠিন সময়ের মুখোমুখি বিরাট কিং কোহলি। শেষ পাঁচ আন্তর্জাতিক ইনিংস মিলিয়ে নামের পাশে সব মিলিয়ে মোটে ৪৮ রান! যা একেবারেই বিরাটসুলভ নয়, সেই সঙ্গে পরিসংখ্যান বলছে ২০১৪ সালে ইংল্য়ান্ড সফরের চেয়েও এবার নিউজিল্যান্ডের মাটিতে শোচনীয় ভরাডুবি বিরাটের। একনজরে পরিসংখ্যান।

১০ রানের গণ্ডি পার করার আগেই সাউদির শিকার

নিউজিল্যান্ড সফরে এখনও পর্যন্ত ৪টি টি-২০, ৩টি ওডিআই ও টেস্টে ৩ ইনিংস ব্যাট করেছেন বিরাট। সব মিলিয়ে বিরাটের এখনও পর্যন্ত রান ২০৪। এদিন কিউয়িদের বিরুদ্ধে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৩ রান করে সাউদির শিকার হয়ে ফিরলেন।

কেন ইংল্যান্ড সফরের চেয়েও শোচনীয় অবস্থা

২০১৪ সালে ইংল্যান্ড সফরে ফিরে গেলে বিরাট সব ফর্ম্যাট মিলিয়ে ব্রিটিশ বোলিং সামলে ২৫৪ রান করেছিলেন। সেখানেই নিউজিল্যান্ড সফরে এবছর এখনও পর্যন্ত সংগ্রহ ২০৪ রান। সফরে ক্রাইস্টচার্চ টেস্টের আরও এক ইনিংস ব্যাটিং করার সুযোগ পাবেন কোহলি।

একনজরে টেস্ট সিরিজের তিন ইনিংসে বিরাট

ওয়েলিংটনে দুই ইনিংসে ২ ও ১৯ রান করার পর দ্বিতীয় টেস্টে ৩ রান করে সাজঘরে ফিরলেন। টেস্ট সিরিজে এখনও পর্যন্ত ২০ রানের গণ্ডি পার করতে পারেননি কোহলি।

সফরে টি-২০ সিরিজে নামের পাশে হাফ সেঞ্চুরি নেই

কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজের ৫ ম্যাচে কোহলির ব্যাটে কোনও হাফ সেঞ্চুরি ছিল না। পাঁচ ম্যাচের সিরিজের মধ্যে চার ম্যাচ খেলেন বিরাট। ১ ম্যাচে বিশ্রামে ছিলেন। এই ৪ ম্য়াচে বিরাটের ব্যাটে সংগ্রহ যথাক্রমে ৪৫,১১, ৩৮, ১১।

ওডিআইতেও ব্যর্থ বিরাট

ওডিআইতেও ব্যর্থ বিরাট

কিউয়িদের বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রথম ম্যাচে ৫১ বাদ দিলে বিরাটের ব্যাটে রান নেই। দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচে যথাক্রমে ১৫ ও ৯ রান করেন।

 কোহলির এই পরিসংখ্যানও অবাক করার মতো

কোহলির এই পরিসংখ্যানও অবাক করার মতো

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, এই চার সফর ধরে শেষ পাঁচ ইনিংস হিসেব করলে বিরাট কোহলি ০,২৩,২,১৯,৩ রান করেছেন। যা একেবারেই কোহলি সুলভ নয়!

English summary
Virat Kohli's poor batting continues in New Zealand, stat showing Worst than 2014 England tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X