For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দ্বিতীয় সর্বনিন্ম' রান সংগ্রাহক, বিরাটের রানের খরা নিয়ে দুঃশ্চিন্তা! ফ্যানেদের ক্ষোভের মুখে কোহলি

ব্যাটে ব্যর্থতা, ভুল ডিআরএস, ফ্যানেদের ক্ষোভের মুখে বিরাট কোহলি

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ফের ব্যার্থ বিরাট কোহলি। এদিন টিম সাউদির শিকার হয়ে আউট হন বিরাট। মাত্র ৩ রান করে এলবিডব্লিউ আউট হয়েছেন। নিউজিল্যান্ড সফরে বিরাটের ব্যাটে রানের খরা অব্যাহত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের তিন ইনিংসে বিরাটের রান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাটে ব্যর্থ হয়েছিলেন বিরাট। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দুই ইনিংসে বিরাট কোহলি ২ ও ১৯ রান জুড়েছিলেন। যারপর দ্বিতীয় টেস্টে বিরাটের ব্যাটে বড় রানের প্রত্যাশা ছিল। যদিও এদিন ফের হতাশ করলেন। ৩ রানে আউট হন। সেই সঙ্গে ভুল ডিআরএস নেন। যার পর সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের ক্ষোভের মুখে কোহলি।

ব্যাটে বারবার ব্যর্থতার পর এদিন বিরাটের ভুল সিদ্ধান্ত ফ্যানেদের একদম হজম হয়নি। অফ স্টাম্পে হিট করা বলে বিরাট এতটা অভিজ্ঞ হয়েও কীভাবে রিভিউ নিলেন উঠছে প্রশ্ন!রিভিউ নিলেও তাঁকে শেষ পর্যন্ত সাজঘরে ফিরতে হয়।

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের রানের খরা

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। শেষ পাঁচ ইনিংসে বিরাট ২০ রানের গণ্ডি পার করতে ব্যর্থ। একনজরে শেষ পাঁচ ইনিংসের স্কোর। ৩, ১৯, ২, ৯, ১৫। ৫ ইনিংসে সংগ্রহ মাত্র ৪৮ রান।

স্কোরবার্ডে দ্বিতীয় সর্বনিন্ম রান সংগ্রাহক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টের স্কোরবার্ডের দিকে নজর দিলে বিরাট দ্বিতীয় সর্বনিন্ম রান সংগ্রাহক। ক্রাইস্টচার্চ টেস্টে ভারতের হয়ে উমেশ যাদব ০ রান করেছেন। প্রথম ইনিংসে সবচেয়ে কম রান হাঁকানোর দিক থেকে উমেশের ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তাঁর সংগ্রহ ৩ রান। এরপর অজিঙ্ক রাহানে ও মায়াঙ্ক আগারওয়াল রয়েছেন। দুই ডানহাতিই ৭ রান করে আউট হন।

ভারতের স্কোর

বিরাট এদিন ব্যাটে ব্যর্থ হলেও হনুমা বিহারীর ৫৫, চেতেশ্বর পূজারার ৫৪ ও পৃথ্বী শয়ের ৫৪ রানে ভর করে ভারত ২৪২ রান তুলে অলআউট হয়।

English summary
Virat Kohli's Poor batting Continues,Netizens criticize for Wasting Review
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X