For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের মধ্যেই লর্ডসে বিরাটের মূর্তি উন্মোচন মাদাম তুসোর

বিশ্বকাপের মধ্যেই ঐতিহাসিক লর্ডসে ভারতের অধিনায়ক বিরাট কোহলির মোমের মূর্তি উন্মোচন করে টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলল মাদাম তুসোর মিউজিয়াম।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের মধ্যেই ঐতিহাসিক লর্ডসে ভারতের অধিনায়ক বিরাট কোহলির মোমের মূর্তি উন্মোচন করে টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলল মাদাম তুসোর মিউজিয়াম। বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত বিরাটের সেই মূর্তিটি মিউজিয়ামের ডিসপ্লে-তে রাখা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বকাপের মধ্যেই লর্ডসে বিরাটের মূর্তি উন্মোচন মাদাম তুসোর

ভারতীয় ক্রিকেট দলের নীল জার্সি পরিহিত ওই মোমের মূর্তিতে বিরাটকে সহজাত ভঙ্গিতে ব্যাট লিফট করে বোলারের দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। মাদাম তুসোর মিউজিয়ামের শিল্পীরা ওই মূর্তির চোখে কোহলি সুলভ দৃপ্ততা ও ক্ষিপ্রতা ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। এর ফলে মূর্তিটি এক ঝলকে দেখে যে কেউ-ই জলজ্যান্ত বিরাট কোহলি বলে ভুল করতে পারেন। মূর্তি পায়ে পরানো জুতো এবং হাতের গ্লাভস টিম ইন্ডিয়ার অধিনায়ক নিজে দিয়েছেন বলে মাদাম তুসো কর্তৃপক্ষ জানিয়েছে।

জানা গেছে, জামাইকান গোল্ড রানার উসাইন বোল্ট, কিংবদন্তী ম্যারাথন রানার মো ফারা ও মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের পাশেই রাখা থাকবে বিরাট কোহলির মূর্তি। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের এক্স ফ্যাক্টর ধরা হচ্ছে। এই টুর্নামেন্টেই টিম ইন্ডিয়ার অধিনায়ক ১১ হাজার রান পেরিয়ে যাবে বলেই আশা ক্রিকেটপ্রেমীদের।

English summary
Virat Kohli's wax statue unveiled at Lord's by Madame Tussauds Museum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X