For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোলারের হাতের বল, আর প্লেটে থাকা ছোলে বাটোরা! দুয়ের তুলনা টেনে যা বললেন বিরাট কিং কোহলি

শ্রীলঙ্কার বিরুদ্ধে শুক্রবার পুনেতে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে প্রস্তুতিতে খোসমেজাজে বিরাট 'কিং' কোহলি। প্রস্তুতির পর ব্যাটিং করার সময় নিজের ফোকাস নিয়ে মন্তব্য করেছেন বিরাট।

  • |
Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার বিরুদ্ধে শুক্রবার পুনেতে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে প্রস্তুতিতে খোসমেজাজে বিরাট 'কিং' কোহলি। প্রস্তুতির পর ব্যাটিং করার সময় নিজের ফোকাস নিয়ে মন্তব্য করেছেন বিরাট। আর সেটা পুরোটাই মজা করে করলেন কোহলি।

বিরাটের পোস্ট

সোশ্যাল মিডিয়ায় নেটে ব্যাটিং প্রস্তুতির একটি ছবি পোস্ট করে ভারত অধিনায়ক কোহলি লিখেছেন, 'বোলারের হাতের বল আর খাবারের প্লেটে সাজানো ছোলে বাটোরা! দুই ক্ষেত্রে সমান ফোকাস রাখা উচিত!' পোস্টটির সঙ্গে একটি স্মাইলিও জুড়েছেন বিরাট।

উত্তর ভারতের জনপ্রিয় খাবার ছোলে বাটোরে

উল্লেখ্য উত্তর ভারতে ছোলে বাটোরা বেশ জনপ্রিয় খাবার। রুটি-পরোটা-চাপাটির সঙ্গে রাতের খাবার হিসেবে কিংবা সকালের ব্রেকফাস্টে খাদ্য রসিকদের মধ্য এই মেনু দারুণ জনপ্রিয়। আর কোহলির কাছে এই খাবারের বিশেষ টানও রয়েছে। দিল্লিতে বড় হয়ে ওঠার দৌলতে ছোটবেলা থেকেই ছোলে বাটোরার প্রতি বিরাটের আলাদা একটা টানা রয়েছে।

ফিটনেস সচেতন বিরাট এখন আর ছোলে বাটোরা খান না

এখন যদিও ক্রিকেট অধিনায়ক হিসেবে বিরাট দারুণভাবে ফিটনেস সচেতন। যেকারণে তিনি এখনও এই ধরনের জাঙ্ক ফুড এড়িয়ে চলেন।

শেষবার অনুষ্কার সঙ্গে ছোলে বাটোরা খেয়েছেন বিরাট

উল্লেখ্য এক ইন্টারভিউয়ে বিরাট বলেছেন, শেষবার স্ত্রী অনুষ্কার সঙ্গে ছোলে বাটোরা খেয়েছেন বিরাট। পরমুহূর্তেই বিরাট সেই সাক্ষাৎকারে যোগ করেন, ছোলে বাটোরা খাওয়ার পর দুজনেই জিমে ছুটে ওয়েট লুস করেন। এতেই বোঝা যায় বিরাট একাধারে খাদ্য রসিক তো অন্যদিকে ফিটনেস সতেচন।

English summary
Virat Kohli says, Ball Out of Bowlers Hand And Chholle Bhature Deserve Same Kind of Focus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X