For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে আরও এক রেকর্ড বিরাটের, এবার আজারউদ্দিনকে ছুঁলেন কোহলি

বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন বিরাট কোহলি। পাক ম্যাচে ৭৭ রান হাঁকিয়ে ওয়ান ডে'তে দ্রুততম ১১ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছিলেন। এবার আফগান ম্যাচে নিঃশব্দেই আরও এক রেকর্ড গড়লেন বিরাট।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন বিরাট কোহলি। পাক ম্যাচে ৭৭ রান হাঁকিয়ে ওয়ান ডে'তে দ্রুততম ১১ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছিলেন। এবার আফগান ম্যাচে নিঃশব্দেই আরও এক রেকর্ড গড়লেন বিরাট।

বিশ্বকাপে আরও এক রেকর্ড বিরাটের, এবার আজারউদ্দিনকে ছুঁলেন কোহলি

শনিবার রোস বোলে আফগানিস্তানের বিরুদ্ধে শুরুটা যেভাবে করেছিলেন, ক্রিকেট ফ্যানেরা ধরেই নিয়েছিল এদিন শতরান হাঁকিয়েই মাঠ ছাড়বেন কোহলি। বিরাট অবশ্য ৬৭ রান করে সাজঘরে ফেরেন। এই অর্ধশতরানের সুবাদেই ভারত অধিনায়ক হিসেবে রেকর্ড বুকে নাম তুলে ফেললেন বিরাট।

আফগান ম্যাচের এই ৬৭ রান চলতি বিশ্বকাপে কোহলির টানা তৃতীয় অর্ধশতরান। এর আগে ভারতীয় কাপ্তানদের মধ্যে বিশ্বকাপে টানা তিনটি অর্ধশতরান প্লাস ইনিংস হাঁকানোর নজির ছিল আজারউদ্দিনের। শনিবার সেই নজির স্পর্শ করলেন বিরাট। চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ রানে আউট হলেও, তারপর টানা তিন ম্যাচে তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন ভারত অধিনায়ক।

একনজরে বিশ্বকাপে কোহলির টানা তিনটে অর্ধশতরান-
১)অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ রান
২) পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ রান
৩) আফগানিস্তানের বিরুদ্ধে ৬৭ রান।

প্রসঙ্গত সাউদাম্পটনের আফগানিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করে ওয়ান ডে ৫২টি অর্ধশতরান হাঁকিয়ে ফেললেন ভিকে।চলতি বছরে এটি কোহলির চতুর্থ অর্ধশতরান। সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে এটি প্রথম অর্ধশতরান বিরাটের।

English summary
Virat Kohli World Cup record, equals Mohammad Azharuddin's record of 3rd successive fifty as India captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X