For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্তানরা তাঁর মতো হোক, চান না শেহবাগ, কেন এমন উপলব্ধি বীরুর?

সন্তানরা তাঁর মতো হোক, চান না শেহবাগ, কেন এমন উপলব্ধি বীরুর?

  • |
Google Oneindia Bengali News

নিজের সন্তানরা তাঁর মতো হোক, তেমনটা চান না ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার তথা লেজেন্ড বীরেন্দ্র শেহবাগ। বরং তাঁর ছেলে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি কিংবা নিদেনপক্ষে হার্দিক পাণ্ডিয়ার মতো হোক, চান বীরু।

সন্তানরা তাঁর মতো হোক, চান না শেহবাগ, কেন এমন উপলব্ধি বীরুর?

উল্লেখ্য বীরেন্দ্র শেহবাগের বড় ছেলে আর্যবীরের বয়স ১২। বীরুর ছোট ছেলে বেদান্ত ৯ বছরে পড়েছে। বড় হয়ে তাদের যে ক্রিকেটারই হতে হবে, সেই চাপ তিনি সন্তানদের ওপর দিতে চান না বলেই জানিয়েছেন বীরেন্দ্র শেহবাগ। বলেছেন, তাঁর সন্তানরা ভালোবেসে যা করতে চাইবে, তাতেই তাঁর সম্মতি আছে। তবে যাই করুক, তাঁর সন্তানদের কাজ যেন সমাজের উপকারে লাগে, সেই আশাই করেছেন শেহবাগ।

বীরেন্দ্র শেহবাগের কথায়, তিনি যখন ক্রিকেট খেলতে শুরু করেছিলেন, তখন পাশে তাঁর বাবাকে পেয়েছিলেন। ক্রিকেটার হিসেবে সফল হলে তাঁকে তাঁর বাবা শিশুদের জন্য পড়াশোনা, খেলা ও থাকার জন্য প্রতিষ্ঠান তৈরি করতে বলেছিলেন বলে জানিয়েছেন শেহবাগ। তিনি সেই কথা রেখেছেন। একই ভাবে তাঁর সন্তানরাও দেশের জন্য কিছু করুক, তেমনটাই চান বীরু।

বীরেন্দ্র শেহবাগের কথায়, ক্রিকেট তাঁকে সবকিছু দিয়েছে। তিনি নিজের দিল্লির বাসভবন থেকে মাঝে মাঝে নিজের জন্মস্থল নজফগড়ে চলে যান। সেখানে গিয়ে শেহবাগ মনে করেন, কীভাবে ক্রিকেট তাঁকে দারিদ্র থেকে টেনে তুলেছে। ক্রিকেট তাঁর অন্নের সংস্থান করে গিয়েছে। এবার সমাজকে তার কিছু অংশ ফিরিয়ে দেওয়াই তাঁর কর্তব্য বলে জানিয়েছেন বীরু।

English summary
Virender Sehwag don't want his sons like him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X