For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মলে বাজার করতে না পারা যদি কারও সমস্যা হয়, তবে তিনি সমস্যা দেখেননি, বললেন শেহওয়াগ

মলে বাজার করতে না পারা যদি কারও সমস্যা হয়, তবে তিনি সমস্যা দেখেননি, বললেন শেহওয়াগ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রভাব ক্রমশ বাড়ছে দেশে। পরিস্থিতির সঙ্গে মোকাবিলার সবরকম চেষ্টা চালাচ্ছে সরকার। ডাক্তার-নার্স থেকে পুলিশ, প্রত্যেকে একজোট হয়ে যুদ্ধ জয় করতে চাইছেন। সেই সব অকুতোভয় ব্যক্তিদের উদ্দেশে কী বার্তা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ।

মারণ করোনা ভাইরাস

মারণ করোনা ভাইরাস

বিশ্বের ২১০টি দেশে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। সবমিলিয়ে প্রায় ১৮ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা এক লক্ষেরও অনেক বেশি। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে আট হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে ২৯০ জনের।

লকডাউনের মেয়াদ বৃদ্ধি

লকডাউনের মেয়াদ বৃদ্ধি

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছিল কেন্দ্র। এরপরেও সমস্যা অব্যাহত থাকায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দেশের বেশ কয়েকটি রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়।

বন্ধ ক্রিকেট

বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। আরও পিছিয়ে কিংবা বাতিল হয়ে যেতে পারে টুর্নামেন্ট। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে। সরকারি নির্দেশ মেনে বাড়িতে পরিবারের সঙ্গে কিংবা শরীর চর্চা করে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা।

নিয়ম পালন না করা

নিয়ম পালন না করা

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় কেন্দ্রের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। তবু কিছু মানুষ লকডাউনের নির্দেশ উলঙ্ঘন করে স্বাভাবিক ছন্দে বাজার-দোকানে মগ্ন রয়েছেন। তাঁদের ঘরমুখী করতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন।

কী বললেন শেহওয়াগ

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের কথায়, মলে বাজার করতে না পারা যদি কারও সমস্যা হয়, তবে তিনি সমস্যা দেখেননি। বীরুর কথায়, সমস্যা দেখতে হলে তাঁদের কাছে যেতে হবে, যাঁরা জীবনের পরোয়া না করে দিন-রাত এক করে এই কঠিন সময়ে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। এর জন্য দেশের ডাক্তার, নার্স, পুলিশ, নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন শেহওয়াগ। একই সঙ্গে দেশবাসীকে লকডাউন মেনে চলারও বার্তা দিয়েছেন বীরু। এ সংক্রান্ত শেহওয়াগের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

English summary
Virender Sehwag praises doctors, nurses, police for risking their lives amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X