For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্থানীয়দের আপত্তিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোয়ারেন্টাইন সেন্টার তৈরির সিদ্ধান্ত বাতিল!

স্থানীয়দের আপত্তিতে ওয়াংখেড়েতে কোয়ারেন্টাইন সেন্টার তৈরির সিদ্ধান্ত বাতিল!

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ মুম্বইয়ের সর্বস্তরের মানুষের আপত্তিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে করোনা ভাইরাসের জন্য কোয়ারেন্টাইন তৈরির সিদ্ধান্ত বাতিল করেছে প্রশাসন। মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। নিজেদের সিদ্ধান্তের কথা মহারাষ্ট্র সরকারকেও জানিয়ে দিয়েছে ওই মিউনিসিপ্যালিটি।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ৪৮ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন তিন লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় ৯৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে তিন হাজারেরও বেশি মানুষের। কেবল মহারাষ্ট্রে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজারেরও বেশি মানুষ। প্রাণ হারিয়েছেন প্রায় ১২০০ জন। কেবল মুম্বইতেই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজারেরও বেশি মানুষের।

প্রশাসনের উদ্যোগ

প্রশাসনের উদ্যোগ

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। ওয়াংখেড়ের সঙ্গে সংযুক্ত সব হোটেল, লজ, ক্লাবও সরকারের হাতে তুলে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছিল।

রাজি হয়েছিল এমসিএ

রাজি হয়েছিল এমসিএ

রাজ্য সরকারের নির্দেশকে সম্মান জানিয়ে সামাজিক স্বার্থে ওয়াংখেড়ে স্টেডিয়াম, কোয়ারেন্টাইন সেন্টার তৈরির জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এমসিএ। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল।

স্থানীয়দের বাধা

স্থানীয়দের বাধা

এমসিএ সরকারি নির্দেশ মেনে নিলেও বেঁকে বসেন দক্ষিণ মুম্বইয়ের বাসিন্দারা। তাঁদের কথায়, ভারতের বিশ্বজয়ের আবেগ জড়িয়ে রয়েছে এই স্টেডিয়ামের সঙ্গে। তাছাড়া স্টেডিয়ামে খোলামেলা জায়গা বেশি থাকায়, তা করোনা রোগীদের রাখার জন্য উপযুক্ত নয় বলে দাবি তোলা হয়। সাধারণ মানুষের পাশাপাশি কিছু সেলেব্রিটিও, সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেন। এরপর পিছিয়ে আসে প্রশাসন।

করোনা লকডাউনে রোনাল্ডোর বান্ধবী জর্জিনাকে কড়া ট্যাকেল মেসির স্ত্রী আন্তেনেলারকরোনা লকডাউনে রোনাল্ডোর বান্ধবী জর্জিনাকে কড়া ট্যাকেল মেসির স্ত্রী আন্তেনেলার

English summary
Wankhede Stadium will not be use as quarantine center for local objection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X